ইস্টার্ন ও ব্র্যাক ইউনিভার্সিটিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অভিনন্দন
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট প্রতিযোগিতায় বিজয়ী দল ইস্টার্ন ইউনিভার্সিটি এবং রানার আপ ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসেকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং দপ্তরের মাধ্যমে জেসাপ বাংলাদেশ ১৭-১৯ ফেব্রুয়ারি ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) জেসাপের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘৬ষ্ঠ বাংলাদেশ জাতীয় রাউন্ড’ এর আয়োজন করেছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রসেকিউটোরিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনিং (ওপিডিএটি) দপ্তর প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের দলকে পৃষ্ঠপোষকতা করা ছাড়াও প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে বিচারক দিয়ে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে প্রদত্ত বক্তব্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জেসাপ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ‘মুট কোর্টের মাধ্যমে আপনার (একজন প্রতিযোগীর) মধ্যে সপক্ষে যুক্তি তুলে ধরার যে আইনি দক্ষতার বিকাশ ঘটছে তার সুফল আপনি পুরো কর্মজীবন জুড়েই পাবেন।’
চার্জ দ্যা অ্যাফেয়ার্স লাফেভ অংশগ্রহণকারীদের পরস্পরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আইন পেশায় তাদের কর্মজীবন এগিয়ে নিতে উৎসাহিত করেন এবং আশা প্রকাশ করেন যে তারা যোগ্যতার সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এ ছাড়া, অনুষ্ঠানে আইইউবি-র উপাচার্য এবং আইইউিবি-র আইন বিভাগের উপদেষ্টা অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
জেসাপ বিশ্বের সর্ববৃহৎ আইন বিতর্ক প্রতিযোগিতা, যেখানে বিশ্বের ১০০টি দেশ ও ভূখন্ডের প্রায় ৭০০ আইন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্ভাবনাময় শিক্ষার্থীরা একত্রিত হয়। এতে প্রতিযোগিরা আন্তর্জাতিক বিচার আদালতের সামনে বিভিন্ন দেশের মধ্যে কল্পিত বিরোধ নিষ্পত্তি করে থাকে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগীদের মৌখিক ও লিখিত উপস্থাপনের কার্যকর দক্ষতা গড়ে ওঠে যা তাদের সার্বিক অ্যাডভোকেসি দক্ষতা বাড়ায় এবং আন্তর্জাতিক আইন শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্ক বা সংযোগ গড়ে তোলে।
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন বিতর্ক প্রতিযোগিতা ২০২২ এর আন্তর্জাতিক পর্বগুলো আগামী ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরইউ/এমএমএ/