খাইরুল ইসলাম বঙ্গবন্ধু স্কলার হলেন
লেখা ও ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের সবচেয়ে বড় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়ের খাইরুল ইসলামকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট্রের অধীনে মেধাবী ছাত্র হিসেবে বঙ্গবন্ধু স্কলার হিসেবে সরকারীভাবে নির্বাচন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে সারা বাংলাদেশের মোট ১৩ জন ছাত্রছাত্রীকে এই স্কলার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এই তথ্য জানানো হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ট্রের নাসরিন আফরোজের মারফতে।
খাইরুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। মাদ্রাসা বিভাগে তাকে বঙ্গবন্ধু স্কলার করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, ভৌতবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, জীববিজ্ঞান, শিক্ষা ও উন্নয়ন, চিকিৎসা, চারুকলা, কৃষিবিজ্ঞান ও মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রের স্নাতকোত্তরের ১৩ জন মেধাবী ছাত্র, ছাত্রীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে মেধা স্বীকৃতি প্রদান করা হয়েছে। তারা সবাই বৃত্তি লাভের জন্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ জন, জাহাঙ্গীরনগর, বুয়েট (বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোট একজন করে এই স্বীকৃতি লাভ করেছেন।
বঙ্গবন্ধু স্কলার ও মেধাবীবৃত্তি লাভের স্বীকৃতি পাওয়ার পর খাইরুল ইসলাম বলেছেন, ‘এই অসাধারণ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীসহ সবাইকে কৃতজ্ঞতা জানাই।’
তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশের প্রধান সাতটি বিশ্ববিদ্যালয়ের একটির অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে এই অর্জনে আমি গবিত। এটি বিরাট কর্মযজ্ঞ।’
ওএস।