গণবিশ্ববিদ্যালয় তাদের সাংবাদিকদের সহযোগিতা করবে
লেখা ও ছবি : গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও রেজিষ্ট্রার কৃষিবিদ এম. তাসাদ্দেক আহমেদের সঙ্গে তাদের সাভারের বিশ্ববিদ্যালয় কার্যালয়ে দেখা করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র, ছাত্রী; যারা বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেন।
তাদের সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)’র নতুন কমিটির গঠিত হয়েছে। তাই সদস্যরা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকালে গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে তার সঙ্গে গবিসাসের নবম কমিটির সদস্যরা দেখা করেছেন। এই কমিটির সভাপতি অনিক আহমেদ ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদের নেতৃত্বে তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও তাদের আপ্যায়ন করেছেন।
এই সময় তাদের সঙ্গে আলোচনা করেছেন ভিসি স্যার ড. মো. আবুল হোসেন। তিনি তাদের বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমাদের কাজের অনেক জায়গা ও সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ের ভালো কাজগুলো প্রচারের মাধ্যমে আমি আশা করবো, তোমরা গণ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে।’
ড. আবুল হোসেন বলেছেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের যেসব বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে ইমেজ ক্ষুন্ন ও নষ্ট হয়ে যাবে মনে কর, সেগুলো নিয়ে আমার সঙ্গে আলোচনা করবে। তাহলে আমি সেগুলো সমাধানের চেষ্টা করতে পারব। করব।’
ভিসি স্যারের রুম থেকে বেরিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও রেজিষ্ট্রার কৃষিবিদ এম. তাসাদ্দেক আহমেদের সঙ্গে দেখা করেছেন গবিসাসের সদস্যরা। তারা দুজনেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
কোষাধ্যক্ষ স্যার বলেছেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জনগুলো লিখে সংবাদমাধ্যমগুলোতে প্রচার করবে তোমরা। তাতে আমাদের সবার এই ক্যাম্পাসের মান সমুন্নত থাকবে। এই আমাদের আশা তোমাদের কাছে।’
রেজিষ্ট্রার কৃষিবিদ এম. তাসাদ্দেক আহমেদ বলেছেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অনেক ভালো ভূমিকা আছে। ফলে সেগুলো বিবেচনা করে আমরা এই সমিতির পাশে থাকবো ও সহযোগিতা করে যাব।’
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিষ্টার স্যারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েছেন গবিসাসের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক এস. এম. নাহিদুজ্জাহান টুটুল, সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালী, কার্যনির্বাহী সদস্য ইহসানুল কবির আনিন ও সাধারণ সদস্য আখলাক-ই-রসুল।
ওএস।