‘আশা করি, আমাদের সব সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ লিখবে’-সিকৃবি উপাচার্য
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)’র উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সঙ্গে দেখা করেছেন তার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
সিকৃবির সাংবাদিক সমিতির নাম হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সামতি।
আজ ১৬ ফেরুয়ারি, বুধবার, সকাল সাড়ে ১১টায় ভিসি স্যারের অফিসে সমিতির সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসানের নেতৃত্বে দেখা করেছেন বিভিন্ন বিভাগ ও বর্ষে লেখাপড়া করা সাংবাদিক ছাত্র, ছাত্রীরা।
তারা উপাচার্য স্যারের জন্য ফুল নিয়ে গিয়েছেন ও তার হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির সভাপতি ফাগুন, সাধারণ সম্পাদক জাহিদ ছাড়াও অর্থ সম্পাদক অর্ঘ্য চন্দ, নির্বাহী সদস্য সব্যসাচী নিলয়, সাধারণ সদস্য মো. গোলাম মর্তুজা সেলিম, এসএম রায়হানুল নবী, অসীম কুমার বৈষ্ণব, হাবিবা সুলতানা খুশি এবং সাজিদ আল সাদিক এ সময় উপস্থিত ছিলেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের আপ্যায়ন করেছেন ও মূল্যবান উপদেশ দিয়েছেন। তিনি তার ছাত্র, ছাত্রী সাংবাদিকদের বলেছেন, ‘ ‘তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়গুলোর খবর বিভিন্ন ধরণের গণমাধ্যমে অনেক কষ্ট সহ্য করে প্রকাশের জন্য কাজ কর, তারা সবাই আমাদের বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। আমি তোমাদের উন্নতি কামনা করি ও আমরা সহযোগিতা প্রদান করে যাব।’
অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, ‘গণমাধ্যমগুলোতে আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অগ্রগতিগুলো সম্পর্কে অনেক বেশি জানাতে পার।’
তিনি প্রত্যাশা করেছেন, সিকৃবির সাংবাদিকদের নবনির্বাচিত কমিটি সাংগঠনিক কার্যক্রম ভালভাবে পরিচালনা করবে।
তিনি বলেছেন ‘আমি আশা করি, আমাদের সব সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ লিখবে ও প্রচারে সাহায্য করবে।’
সিকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাগুন ও সাধারণ সম্পাদক জাহিদ তাদের ক্যাম্পাসে সাংবাদিকতা বেগবান করতে বিভিন্ন সমস্যার বিষয়ে ভিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করেছেন ও তিনি দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন।
ওএস।