ভালোবাসা দিবসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের ফুল উপহার
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ এপ্রিল বিশ্ব ভালোবাসা দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াতে ক্যাম্পাসের ডায়না চত্বরে ভ্যান চালক, দোকানদার ও শ্রমজীবি মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের আজীবনের সাথী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের কমী ও নেতারা তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন বিশ্ব ভালোবাসা দিবসে।
দুপুর দেড়টা থেকে তারা ফুল হাতে নেমে পড়েন শ্রমজীবী ভাই ও বন্ধুদের পাশে। এই ছাত্র সংগঠনটি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)’র ছাত্র সংগঠন।
মুক্তিযুদ্ধের অন্যতম দল, ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ রাজনৈতিক কর্মীদের প্রতিষ্ঠান, সমাজতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সদারত, পাকিস্তান বিরোধীতায় জীবনদান করা বাংলাদেশের কমিউনিস্ট পাটি। তেভাগা ও জমিদারি প্রথা উচ্ছেদ করেছেন তারা। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার ও উন্নত জীবনের দাবীতে, সেই প্রচেষ্টায় তারা সারাবিশ্ব জুড়ে সমাজতন্ত্র কায়েমের সংগ্রাম করে চলেছেন।
এই দলটির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন বাংলাদেশের স্বাধীনতা, নব্বইসহ প্রতিটি সংগ্রামে প্রধান ভূমিকা পালন করে চলেছে।
ওএস।