সত্য ও ন্যায়ের জয় হয়েছে: শাবিপ্রবি উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘একজনও যদি ন্যায্য কথা বলে তাহলে আমরা গুরুত্ব দিয়ে এটা সমাধানের ব্যবস্থা করবো। তবে অন্যায় আবদার করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাথা নত করবে না। অন্যায়ের কাছে মাথা নত করি নাই, ভবিষ্যতেও করবো না। আপনারা দেখতে পেয়েছেন, সত্য ও ন্যায়ের জয় হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে।’
নিজ বাসভবন থেকে মুক্তির তিনদিন পর সোমবার (১৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে সকাল ১০টা ২০ মিনিটে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে ১০টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কেক কাটে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সময় উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব। এখানে কোনো সমস্যা থাকবে না। টং আধুনিক করা হবে, খাবারের সমস্যা থাকবে না।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা ভুল করতে পারে কিন্তু শিক্ষকরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে কাজ করে যাবে। তোমরা আমাদের সন্তান, অভিভাবক হিসেবে আমরা কাজ করে যাবো। প্রতিটি বিভাগে আমরা ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়েছি। যাতে শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে।’
এর আগে শাবিপ্রবির অচলাবস্থা নিরসনে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিলেট আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি সমাধানের প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে উপাচার্যের বিষয়টি নিয়ে আচার্যারে সঙ্গে কথা বলবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। পরে শিক্ষামন্ত্রীর পরামর্শ অনুযায়ী পরদিন বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির জন্য নিজ দপ্তরে বসে দুঃখ প্রকাশ করেন।
এমএসপি