শিক্ষামন্ত্রী, উপমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
লিখেছেন : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ডা. দীপু মণি, এমপি ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)’র উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার।
সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে আন্দোলনরত ছাত্র, ছাত্রীদের সঙ্গে আলোচনা করতে ১১ ফেব্রæয়ারি, শুক্রবার পূণ্যভূমিতে এসেছেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রী।
সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজ-এ তাদের সঙ্গে আলোচনায় বসেছেন উপাচার্য।
সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়টির ভিসি স্যারের সঙ্গে এসেছেন প্রক্টর ড. মো. তরিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর’র পরিচালক ড. মো. মোস্তফা সামছুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি’র অন্যান্য শিক্ষকরা।
আলোচনার সময় শিক্ষা মন্ত্রী ও উপমন্ত্রীকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষা ও কৃষি গবেষণা কার্যক্রমসহ মৎস এবং অন্যান্য বিষয়সহ সবকিছু জানিয়েছেন ড. মতিয়ার রহমান হাওলাদার। তিনি বর্তমানের অনলাইন একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন।
ভালো সময়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে অনুরোধ করেছেন তাদের ভিসি স্যার।
ওএস।