শিক্ষামন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত শাবিপ্রবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পূর্বঘোষিত গণজমায়েত হবার কথা থাকলেও তা আর হয়নি।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনসহ পুরো ক্যাম্পাসজুড়ে অবস্থান করছে পুলিশ।
ভিসি পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন শিক্ষামন্ত্রী। এর আগে অচলাবস্থা নিরসনে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সিলেট এসে কথা বলার প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিশ্রুতি রক্ষা ও সমস্যা সমাধানে আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রী সিলেট এসেছেন এবং বিকাল ৪টায় তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন। ইতিমধ্যে মন্ত্রী সিলেটে অব্স্থান করছেন।
এর আগে শিক্ষামন্ত্রী শুক্রবার (১১ ফেব্রুয়রি) সকাল ৮টা ৫০ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
টিটি/