সেরা গ্রন্থাগার ব্যবহারকারীদের পুরস্কার দেওয়া শুরু করেছে আইইউবি
‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২’ উপলক্ষে বাংলাদেশের অন্যতম প্রধান ও অত্যন্ত মানসম্পন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বিশেষ আয়োজন করেছে।
ঢাকার বসুন্ধরা আবাসিক শহরের নিজস্ব ক্যাম্পাসে গ্রন্থাগার দিবসের আলোচনা, পুরস্কার প্রদান ও বই অনুদান প্রদান কার্যক্রম সম্পন্ন করেছে আইইউবি।
এবারের প্রতিপাদ্য-‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ পালন করেছেন তারাও।
আইইউবি অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ)’র অন্যতম সদস্য অধ্যাপক মো. আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তানভীর হাসান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সম্মানিত অতিথি হিসেবে অনলাইন আলোচনায় বিশেষ পরিস্থিতিতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।
আইইউবি গ্রন্থাগার দিবসের আয়োজনটি উপস্থাপনা করেছেন গণমাধ্যম ও গণযোগাযোগ বিভাগের সহকারী পরিচালক ও উপ-উপাচার্য দপ্তরের স্পন্সড রিসার্চ উইং বিভাগের ইনচার্জ হাসান সাইমুম ওয়াহাব এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের জুনিয়র অ্যাসিসটেন্ট লাইব্রেরিয়ান অন্তরা আনোয়ার।
এই বিশ্ববিদ্যালয়ের বিপুল ছাত্র, ছাত্রী ও শিক্ষকের উপস্থিতিতে বিশেষ পরিস্থিতি অনুসারে অনুষ্ঠানের শুরুতেই ‘আইইউবি লাইব্রেরিয়ান’ হোচ্ছাম হায়দার চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেছেন। তিনি সবাইকে বাংলাদেশের গ্রন্থাগার দিবসের শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য এই আয়োজনে কী, কী থাকবে; সেসব বিবরণও প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সম্পর্কে নবীন ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের জানান এবং গ্রন্থাগারের পরিষেবা ভিডিও চিত্রে তুলে ধরেন। নতুন যুক্ত বই ও সম্পদরাজির বিবরণ প্রদান করেন তিনি।
প্রধান অতিথি অধ্যাপক মো. আবু তাহের, আইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. তানভীর হাসান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান গ্রস্থাগার দিবসে আলোচনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক আলোচনা করেন।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) গ্রন্থাগার দিবসে ‘আইইউবি বেস্ট লাইব্রেরি স্টুডেন্ট’ বিভাগে বিশেষ পুরস্কার প্রথমবারের মতো প্রদান করেছে। স্কুল অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (এসআইটিএস)’র ছাত্র মুয়াজ রহমান ফারাজিনকে ‘সেরা লাইব্রেরি ছাত্র’র পুরস্কার প্রদান করা হয়েছে। ‘সেরা লাইব্রেরি ব্যবহারকারী পুরস্কার-২০২২’র অন্য বিভাগটি ছিল ‘সেরা গ্রন্থাগার ব্যবহারকারী অধ্যাপক’। পুরস্কারটি সবাইকে টপকে লাভ করেছেন বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগের বিভাগীয় প্রধান; সহযোগী অধ্যাপক ড. কাজী মাহমুদুর রহমান।
আইইউবি তাদের গ্রন্থাগারটিকে ডিজিটাল প্ল্যাটফমে সমাজের ও দেশের মানুষকে ব্যবহারের সুযোগ প্রদান করেছে। ফলে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মৃম্ময় জাফর ‘বেষ্ট কমিউনিটি লাইব্রেরি ইউজার’ পুরস্কার লাভ করেছেন।
নব উদ্যোগ হিসেবে প্রেরণা যোগাতে বাংলাদেশের একটি প্রয়োজনীয় গ্রন্থাগারকে বই উপহার দিয়ে আদর্শ মানুষ ও সমাজ গড়ার কাজ শুরু করেছেন তারা। এবার প্রথম আইইউবি বগুড়ার সোনাতলার শার্প ফাউন্ডেশনকে বহুমূল্যের একসেট বই প্রদান করেছে।
ফাউন্ডেশনের পক্ষে নাজিম-উদ-দৌলা আইইউবি ক্যাম্পাসে এসে অধ্যাপক মো. আবু তাহের, অধ্যাপক ড. তানভীর হাসান, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক এবং আইইউবির সদস্যদের কাছ থেকে বই উপহার গ্রহণ করেন। বইগুলো তাদের অনেক কাজে লাগবে জানিয়েছেন তিনি।
আইইউবি লাইব্রেরি’র ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ হুমায়ূন কবির তাদের গ্রন্থাগার দিবস পালনের বিষয়াদি তুলে ধরেন।
বই নিয়ে আলোচনার শেষ পর্বে চমক হিসেবে ‘আইইউবি ডান্স ক্লাব’ বিশেষ নৃত্য পরিবেশন করে।
ওএস।