বুধবার, ১ জানুয়ারি ২০২৫ | ১৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

থার্টি ফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত ঢুকতে মানা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে ‘থার্টি ফাস্ট নাইট’ উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পরবর্তী দিন ১ জানুয়ারি সকাল ৫টা পর্যন্ত ঢাবি প্রবেশপথগুলোতে গাড়ি প্রবেশ সীমিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা ছাড়া অন্য কোনও গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘থার্টি ফাস্ট নাইট’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পরবর্তী দিন (১ জানুয়ারি, ২০২৫) সকাল ৫টা পর্যন্ত ঢাবি প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য কোনও যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জায়গায় কোনও ধরনের আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।

Header Ad
Header Ad

নওগাঁ যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁর মহাদেবপুরে একটি বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার ১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুন্তির মোড় এলাকায় পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে হঠাৎ করে উঠে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের উল্টে যায়।

আহত ব্যক্তিদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহকারী ও মহাদেবপুর উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন (৪২) এবং বাসের যাত্রী ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আফতাব উদ্দিন (৫০)।

 

ছবি : ঢাকাপ্রকাশ

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে তনয় পরিবহনের একটি বাস ধামইরহাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে বাসটি মহাদেবপুর উপজেলার খুন্তির মোড় এলাকায় পৌঁছালে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে। বাস উল্টে চালকের সহকারী মোশাররফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাসের যাত্রী আফতাব উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান। বাসে থাকা অন্তত আরও ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

Header Ad
Header Ad

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সময়সূচি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৫ সালে ব্যস্ত সময় পার করবে। ২০২৫ সাল হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। পুরুষ ও নারী দলকে ঘিরে পরিকল্পনা সাজানো হয়েছে ব্যস্ত সূচি নিয়ে। এ বছর বাংলাদেশ খেলবে নানা ফরম্যাটে, বিশেষ করে ওয়ানডে ম্যাচের আধিক্য লক্ষণীয়। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও এই বছরে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবে।

২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট পার করেছে ব্যস্ত সময়। নতুন বছরটাও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে পুরো বছরেই। মাঠে বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে পুরুষ ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে। পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই বছরে দেশের হয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ।

একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি

ফেব্রুয়ারি-মার্চ: চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান)

প্রতিপক্ষ ২০ ফেব্রুয়ারি ভারত

২৪ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ড

২৭ ফেব্রুয়ারি, পাকিস্তান

গ্রুপ পর্ব পার হলে বাংলাদেশ সেমিফাইনাল এবং ফাইনালে খেলার সুযোগ পাবে।

মার্চ-এপ্রিল: জিম্বাবুয়ের বিপক্ষে (হোম)

যেখানে রয়েছে ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি।

মে: পাকিস্তানের বিপক্ষে (অ্যাওয়ে)

যেখানে রয়েছে ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি।

জুন-জুলাই: শ্রীলঙ্কার বিপক্ষে (অ্যাওয়ে)

এখানে রয়েছে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ম্যাচ।

আগস্ট: ভারতের বিপক্ষে (হোম)

এখানে রয়েছে ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি।

সেপ্টেম্বর: এশিয়া কাপ

অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (হোম)

এখানে রয়েছে ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি।

নভেম্বর-ডিসেম্বর: আয়ারল্যান্ডের বিপক্ষে

২ টেস্ট, ৩ ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

 

ছবি: সংগৃহীত

নারী দলের নির্ধারিত সূচি

জানুয়ারি : বছরের শুরুতে বাংলাদেশ নারী দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

আগস্ট-সেপ্টেম্বর : এই সময়ে ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ নারী দল কোয়ালিফিকেশন পেলে এই টুর্নামেন্টে অংশ নেবে।

ডিসেম্বর : নারী দলের ভারত সফর। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা।

 

ভবিষ্যতের সম্ভাবনা

উল্লিখিত সূচি ছাড়াও, দ্বিপাক্ষিক আলোচনা এবং নতুন চুক্তির ভিত্তিতে আরও সিরিজ যুক্ত হতে পারে। বিসিবি বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে।

২০২৫ সালের সূচি বেশ ব্যস্ত এবং চ্যালেঞ্জিং। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে ভালো পারফরম্যান্স টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে। এ ছাড়া ওয়ানডে ফরম্যাটে বেশি ম্যাচ থাকায় বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও এটি ইতিবাচক।

নারী দলের জন্য কোয়ালিফিকেশন পর্ব সফলভাবে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া হবে বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য অর্জন করতে হলে পরিকল্পনা ও প্রস্তুতিতে বাড়তি মনোযোগ দিতে হবে।
নতুন বছরের সূচি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এনে দিচ্ছে অনেক প্রত্যাশা, চ্যালেঞ্জ এবং রোমাঞ্চ।

Header Ad
Header Ad

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খান ছিল এক সময়ের পাওয়ার কাপল। হৃতিক-সুজানের সংসারজীবন ছিল ১৪ বছরের। ১০ বছর আগেই বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। তবে দু’জনের পথচলা ভিন্ন হয়ে গেলেও বন্ধুত্বের সম্পর্কে ভাটা পড়েনি এখনো।

বিচ্ছেদের পর নতুন প্রেমের সম্পর্কে জড়ালেও এখনও বন্ধুত্ব অটুট হৃতিক-সুজানের। দু’জনের জীবনেই এসেছে নতুন মানুষ, তবুও প্রাক্তনের প্রতি অদৃশ্য টান যেন রয়েই গেছে।

 

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

হৃতিক প্রেম করছেন মডেল সাবার সঙ্গে। অন্যদিকে সুজান সম্পর্কে জড়িয়েছেন আরসালানের সাথে। এই চারজনের সম্পর্কের বোঝাপড়া দেখলে ভক্তরাও প্রশ্ন তোলেন, এ-ও সম্ভব? নিজের প্রাক্তন স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালোবাসা কিংবা প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব আদৌ সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন চারজনে।

এমনকি ২০২৪-এর শেষদিনেও পার্টিমুডে দেখা মিলল হৃতিকের। দুবাইতে কাছের মানুষদের নিয়ে ছুটির মৌসুম উপভোগ করছেন বলিউডের জনপ্রিয় এই তারকা। প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান তার প্রেমিক আরসলান গোনি এবং ছেলে হৃদানের সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে অভিনেতাকে।

সোমবার সুজান খান ইনস্টাগ্রামে প্রাক্তন স্বামী হৃতিক, ছেলে হৃদান, আরসালান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে নার্গিস ফাখরি এবং তার চর্চিত প্রেমিক টনি বেগকেও দেখা গেছে। উদয় চোপড়া ও নার্গিস ফাখরিও পাঁচ বছর সম্পর্কে ছিলেন। এই দু’জনকেও সেখানে দেখা গেছে।

 

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী। ছবি: সংগৃহীত

একসঙ্গে প্রেমিক জুটিদের দেখে নেটিজেনরা মন্তব্যে করেছেন, ‘উদয় এবং নার্গিসকে একই ট্রিপে দেখে সবচেয়ে অবাক হয়েছি। প্রাক্তনদের পুনর্মিলন’। হৃতিক-সুজানকে নিয়ে আরেকজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তাদের মধ্যে একটি পরিপক্ক সম্পর্ক রয়েছে। দুই সন্তানের বাবা-মা তারা, সেটা ওদের জন্য মঙ্গল’।

হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। হৃতিকের প্রাক্তন ও বর্তমানের মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব। আদর করে সুজান সাবাকে ‘সাবু’ বলে ডাকেন। ওদিকে সাবা প্রেমিকের প্রাক্তন স্ত্রীকে ‘সুজ’ বলে সম্বোধন করেন।

প্রসঙ্গত, ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। এই দম্পতি ডিসেম্বর ২০১৩-তে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং নভেম্বর ২০১৪-তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন সুজান। ওদিকে সাবা-হৃতিকের সম্পর্কের সূচনা ২০২১ সালে। চারজনেই এখন চুটিয়ে প্রেম করছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁ যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫
২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের খেলার সময়সূচি
দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী
ফেসবুক ব্লু ভেরিফায়েড ব্যাজ পেতে যা যা প্রয়োজন
বেক্সিমকোর ৩ কোম্পানিতে ২৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণা পেছানোর কারণ যা জানা গেল
নওগাঁয় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রেমিট্যান্স আয়ে সপ্তম বাংলাদেশ, শীর্ষে ভারত
গাইড বই কোম্পানি সাথে ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডে তদন্ত কমিটি গঠন
১ ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা
চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: বিসিবি সভাপতি
দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ  
‘আজ বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি’  
৪৩তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে প্রতিবাদ, প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি
ওমরাহ পালন করছেন অহনা রহমান, জানালেন নতুন বছরের শুভেচ্ছা
এবার দক্ষিণ কোরিয়ায় বর্ষবরণে কোনো উদযাপন হয়নি  
২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আ.লীগ নেতাদের বিচারের বছর: চিফ প্রসিকিউটর
ভারতের ‘র’-এর মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র
২০২৫ সালে বাংলাদেশ ফুটবলের সময় সময়সূচি
সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার: সেনাপ্রধান