নিরাপত্তা বজায় রাখতে যে ৪ দিন বন্ধ থাকবে মেট্রোরেলের টিএসসি স্টেশন: সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মেট্রোরেলের টিএসসি স্টেশন চার দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর (বিজয় দিবস), ২৫ ডিসেম্বর (বড়দিন), ৩১ ডিসেম্বর (থার্টিফার্স্ট নাইট) এবং ১ জানুয়ারি (নববর্ষ) টিএসসি স্টেশন বন্ধ থাকবে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
প্রক্টর জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত এক বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে টিএসসি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেন তিনি। সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশের ছয়টি পয়েন্ট চাইলে আমরা বন্ধ করতে পারি। তবে মেট্রো স্টেশন চালু থাকলে যেকোনো পরিস্থিতিতে বহিরাগতরা সহজেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারে। এই কারণে মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা গ্রহণ করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মনে করছে, বিশেষ দিনগুলোতে বহিরাগতদের উপস্থিতি ক্যাম্পাসের পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। তাই ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা আশা করছেন, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় থাকবে এবং মেট্রো স্টেশনের অস্থায়ী বন্ধটি ইতিবাচক প্রভাব ফেলবে।