বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বদলে যাচ্ছে ঢাবির কলা অনুষদের শিক্ষাক্রম

বদলে যাচ্ছে ঢাবির কলা অনুষদের শিক্ষাক্রম। সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে কলা অনুষদে। চিন্তা-চেতনা এবং বুদ্ধিবৃত্তিক জগতে নেতৃত্ব দেয় অনুষদটি। তবে কলা অনুষদের মানবণ্টনে চাকরির অনুপযুক্ততার অভিযোগ দীর্ঘদিনের। এজন্য এই অনুষদের কারিকুলামে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বেশ কিছু পরিবর্তন আনার প্রস্তাবও করা হয়েছে ইতোমধ্যে।

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষ থেকে অনুষদের প্রতিটি বিভাগে বিভাগের মূল বিষয়ের পাশাপাশি অন্তত ৩০ শতাংশ কোর্স সাধারণ শিক্ষার (জেনারেল এডুকেশন) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি সব বিভাগের জন্য বাংলাদেশ স্টাডিজ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কোর্স বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন কারিকুলামে মানবণ্টন ও মূল্যায়নে আসতে পারে ব্যাপক পরিবর্তন। সর্বমোট ১০০ শতাংশ নম্বরের কোর্স চূড়ান্ত পরীক্ষা বা ফাইনাল এক্সামে থাকবে ৫০% নম্বর। একটির স্থলে দুটি মিডটার্ম পরীক্ষায় ১০% করে মোট ২০%। উপস্থিতি ক্লাস পারফরমেন্সের জন্য থাকতে পারে ১০%। নতুন করে যুক্ত হতে পারে কুইজ ও প্রেজেন্টশন বা অ্যাসাইনমেন্ট। এতেও ১০% করে মোট ২০% নম্বর বরাদ্দ থাকবে।

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞান অর্জনের সুযোগ দিতে চাই। এ জন্য বিভাগের মেজর কোর্সের বাইরে অন্তত ছয়টি জেনারেল এডুকেশন (GED) কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব কোর্স মূল বিষয়ের সঙ্গে সম্পর্কিত হলেও ভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ দেবে। যেমন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান পড়তে পারবে।’

এছাড়া, সব বিভাগের জন্য দুটি কোর্স বাধ্যতামূলক করা হয়েছে-বাংলাদেশ স্টাডিজ এবং আইসিটি। এই কোর্সগুলো শিক্ষার্থীদের জাতীয় ও প্রযুক্তিগত প্রাসঙ্গিকতায় দক্ষ করে তুলবে বলে মনে করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই অধ্যাপক।

কলা অনুষদে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন এনে আরও আধুনিক করা হয়েছে। প্রচলিত মিডটার্ম, টিউটোরিয়াল এবং ফাইনাল পরীক্ষার পাশাপাশি এখন থেকে নিয়মিত কুইজ পরীক্ষার মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন করা হবে।

অধ্যাপক ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা আউটকাম-বেইসড এডুকেশন (OBE) পদ্ধতি বাস্তবায়ন করছি, যা বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পুরোপুরি কার্যকর হবে।’

গত শিক্ষাবর্ষে কিছু বিভাগে GED কোর্স চালু করা হলেও এবার এটি সব বিভাগে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, বিভাগগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী GED কোর্সের গুচ্ছ থেকে পছন্দ করে সিলেবাস তৈরি করবে।

এই পরিবর্তন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানচর্চার পাশাপাশি বহুমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কলা অনুষদে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য অনুষদেও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও কলা অনুষদের জন্য জিইডি কোর্স বা জেনারেল এডুকেশন নীতিমালা প্রণয়নসংক্রান্ত উপকমিটির ছয়টি প্রস্তাব আছে। এসব প্রস্তাব পরিমার্জন করে শিগগির বাস্তবায়ন হবে বলে আশা করা যাচ্ছে। যে ছয়টি প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো:

১. কলা অনুষদের কারিকুলামে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের জন্য বর্তমানে প্রচলিত ১২০ ক্রেডিটের পরিবর্তে ১৪০ ক্রেডিট প্রয়োজনীয় করা।

২. ১৪০-এর মধ্যে কমপক্ষে ২৮ ক্রেডিট জিইডি কোর্স রাখতে হবে। এই ২৮ ক্রেডিটের জন্য ও ক্রেডিটের সাতটি কোর্স বেছে নিতে হবে। শিক্ষার্থীদের বেছে নেওয়ার জন্য থাকবে মানবিকের নয়টি, সামাজিক ও ব্যবসায় শিক্ষার ১১টি ও বিজ্ঞানের ছয়টিসহ ২৬টি জেনারেল এডুকেশন কোর্স।

৩. একটি করে কোর্স নিয়ে এই সাতটি জিইডি কোর্স প্রবর্তন করা যেতে পারে। তবে শর্ত হলো:
ক. বাংলাদেশ স্টাডিজ এবং তথ্যপ্রযুক্তি কোর্স সকল বিভাগের জন্য বাধ্যতামূলক থাকবে।
খ. মানবিক বিভাগের কোর্সসমূহের মধ্যে নিজ নিজ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কোর্স ওই বিভাগের জিইডি হিসেবে বিবেচিত হবে না।

৪. গবেষণা-পদ্ধতি বিষয়ক একটি কোর্স সকল বিভাগের সিলেবাসে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কোর্সটি সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্যসূচির সঙ্গে সমন্বয় করে ডিজাইন করতে হবে, কোর্সটি সপ্তম সেমিস্টারে অফার করতে হবে এবং সেটি জিইডি হিসেবে বিবেচিত হবে না।

৫. জিইডি কোর্সসমূহ কোন সেমিস্টারে অফার করা হবে, সেটি সংশ্লিষ্ট বিভাগ নিজেদের সুবিধা অনুসারে নির্ধারণ করতে পারবে। তবে জিইডি কোর্সসমূহ প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের মধ্যে সমাপ্ত করা উত্তম।

৬. কারিকুলাম ফরম্যাট অনুসারে ১৪০ ক্রেডিট বণ্টিত হবে প্রথম থেকে অষ্টম সেমিস্টারের প্রতি সেমিস্টারে ১৭ ক্রেডিট × ৮= ১৩৬ ক্রেডিট করে। এরমধ্যে চারটি ও ক্রেডিটের কোর্স এবং বর্তমানের ন্যায় টিউটোরিয়াল যা সংযোগ ক্লাস ও মৌখিক পরীক্ষার জন্য ১ ক্রেডিট বরাদ্দ থাকবে।

Header Ad
Header Ad

গাজার অংশবিশেষ দখল করার ঘোষণা ইসরায়েলের

ছবি: সংগৃহীত

টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে সামরিক অভিযান চালানোর পর এবার গাজার দক্ষিণাঞ্চল দখলের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। দু’জনই পৃথক বার্তায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় হাঙ্গেরির উদ্দেশে রওনা দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ ও খান ইউনূসের মাঝামাঝি এলাকায় ‘মোরাগ এক্সিস’ নামে একসময় ইহুদি বসতি ছিল, যেখান থেকে পরবর্তীতে ইহুদিদের উচ্ছেদ করা হয়। তিনি জানান, এবার গাজায় সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য ওই অঞ্চলকে পুনরায় ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়া এবং নিরাপত্তা জোনের অন্তর্ভুক্ত করা।

নেতানিয়াহু বলেন, “আমরা গাজা উপত্যকাকে ভাগ করছি এবং ধাপে ধাপে হামাসের ওপর চাপ বাড়াচ্ছি, যেন তারা জিম্মিদের আমাদের কাছে ফিরিয়ে দেয়।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান, তাদের এই পদক্ষেপের ফলে রাফাহ শহর পার্শ্ববর্তী খান ইউনিস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং রাফাহ সীমান্ত ক্রসিং সম্পূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসবে। মিসর-গাজা সীমান্তে অবস্থিত এই রাফাহ ক্রসিং এতদিন ফিলিস্তিনিদের জন্য ‘লাইফলাইন’ হিসেবে কাজ করত, যার মাধ্যমে খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রী প্রবেশ করত গাজায়। তবে ইসরায়েল বরাবরই অভিযোগ করে আসছে, ওই পথ দিয়ে হামাস অস্ত্র পাচার করে।

নেতানিয়াহুর ঘোষণার আগে বুধবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, “গাজাকে জঙ্গিমুক্ত করা এবং বিশাল এলাকাকে ইসরায়েলের নিরাপত্তা জোনের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিরতির পর নতুন অভিযান শুরু হয়েছে।”

দীর্ঘ ২ মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৬ দিনে ইসরায়েলের হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু বুধবারই নিহত হয়েছেন ৬০ জনের বেশি।

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, তাদের অভিযানের লক্ষ্য হামাসের কব্জায় থাকা অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করা। আইডিএফ ধারণা করছে, হামাসের কাছে এখনো অন্তত ৩০ জন জীবিত জিম্মি রয়েছে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা গিশা’র তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর দখলের ঘোষণা দেওয়া গাজার ওই অঞ্চলের আয়তন প্রায় ৬২ বর্গকিলোমিটার, যা পুরো গাজা উপত্যকার প্রায় ১৭ শতাংশ।

সূত্র: রয়টার্স

Header Ad
Header Ad

মিঠাপুকুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

ছবি : ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কিশোর চুরিসহ নানান অপকর্মে জড়িত বলে জানায় পুলিশ।

বুধবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মিঠাপুকুর উপজেলার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারে সদস্যরা ও স্থানীয়রা জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টাকারী অভিযুক্ত কিশোর (১৫) জাকিরুল ইসলাম সম্পর্কে শিশুটির দাদা হন। ঘটনার আগে শিশুটির মা সহ অভিযুক্ত কিশোর এবং এক প্রতিবেশী নারী বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গায় বসে গল্প করছিল। গল্প শেষে শিশুটির মা বাড়ি ফিরে যান। তবে শিশুটি বাড়ি ফিরে না আসায় মা তাকে খুঁজতে থাকেন।

পরে অভিযুক্ত ওই কিশোরের বাড়ি থেকে শিশুটির চিৎকার শুনতে পাওয়া যায়। এ সময় শিশুটির মা সেখানে গিয়ে দেখেন ওই কিশোর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে এবং ছেলেটির পরনে কাপড় নেই। পরে শিশুটির মা স্থানীয়দের জানালে ওই কিশোরকে বেঁধে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ বিকেল ৪টার দিয়ে ওই কিশোরকে মিঠাপুকুর থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ কিশোর জাকিরুল ইসলাম শিশুটিকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অভিযুক্ত কিশোর জাকিরুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ কিশোর শিশুটিকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বুধবার সকালে আইনি ব্যবস্থা শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Header Ad
Header Ad

এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক

ছবি: সংগৃহীত

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোসহ দুই দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে শুরু হয়ে ঢাকা শিক্ষাবোর্ড পর্যন্ত এলাকায় বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আন্দোলন। অন্য জেলার শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাবোর্ড কার্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীরা জানায়, তাদের দাবি না মানা হলে তারা পরীক্ষায় অংশ নেবে না।

শিক্ষার্থীদের দুই দফা দাবি:

১. এসএসসি পরীক্ষা এক মাস পেছানো
২. প্রতিটি পরীক্ষার মাঝে ৩-৪ দিন বিরতি দেওয়া

পরীক্ষার্থীদের মতে, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতির সুযোগও কম ছিল। তাই এক মাস সময় পেলে তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।

এছাড়া, প্রচণ্ড গরমে একটানা পরীক্ষা দেওয়া কষ্টসাধ্য হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, অনেক পরীক্ষাকেন্দ্র শিক্ষার্থীদের বাসা থেকে দূরে অবস্থিত। তাই পর্যাপ্ত বিশ্রামের জন্য প্রতিটি পরীক্ষার মাঝে অন্তত তিন থেকে চার দিনের বিরতি প্রয়োজন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজার অংশবিশেষ দখল করার ঘোষণা ইসরায়েলের
মিঠাপুকুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক
অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে হচ্ছে ইউনূস-মোদির বৈঠক
সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯
ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী
দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে দুর্ঘটনা, নিহত ২
বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ভারতের ত্রিপুরার রাজপরিবার প্রধানের
বিএনপি কখনোই নির্বাচনের পরে সংস্কারের কথা বলেনি: মির্জা ফখরুল
বিরামপুরে জমি নিয়ে বিরোধ, চাঁদা দাবি ও হামলার ঘটনায় আটক ৫
হলিউডের জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার আর নেই
ময়মনসিংহে সিনেমা হলে যান্ত্রিক ত্রুটির জেরে দর্শকদের ভাঙচুর
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিক্রিয়া
মিয়ানমারের ভূমিকম্পে এক ইমামের ১৭০ স্বজনের মৃত্যু
ঈদের আনন্দে যমুনার দুর্গম চরে গ্রাম-বাংলার ঘুড়ি উৎসব, আনন্দে মেতে উঠে বিনোদনপ্রেমীরা!