কুবিতে আজ 'ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ'
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত হতে যাচ্ছে 'ভারতীয় আগ্রাসন বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ।' আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শুরু হবে এই আয়োজন। পরবর্তীতে সকলকে বিনামূল্যে খিচুড়ি ভোজ করানো হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক জান্নাতুল ইভা।
এই ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক জান্নাতুল ইভা জানান, 'আমাদের প্রোগ্রামটি মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একতা ধরে রাখার জন্য ও নিজেদের মাঝে বন্ডিং বাড়ানোর জন্য করা হচ্ছে। একতাবদ্ধ থাকলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।'
তিনি আরও জানান, 'সন্ধ্যা আমরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করবো। যেখানে গান, কবিতা, কাওয়ালি থাকবে। এরপর সবাই একসাথে বসে খোলা আকাশের নিচে বসে খিচুড়ি খাবো।'
উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত দুই হাজার শিক্ষার্থীর জন্য খাবারের ব্যবস্থা করা হবে বলে জানা যায়।