ভারতে বাংলাদেশের সহকারী-হাইকমিশনে হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল
ভারতে বাংলাদেশের সহকারী-হাইকমিশনে হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
ভারতের বাংলাদেশ সহকারী-হাইকমিশনে 'হামলার' প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে একত্রিত হয় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা 'ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড় তাড়াতাড়ি; 'গোলামী না আজাদী, আজাদী আজাদী; 'ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা; 'হাইকমিশনে হামলা কেন, দিল্লি তুই জবাব দে; 'ভারতীয় আগ্রাসন, চলবে না চলবে না; 'মোদির দুই গালে, জুতা মারো তালে তালে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোয়াইব হোসেন আল-আমিন বলেন, 'ভারতে আজকে আমাদের হাইকমিশনে হামলা এবং পতাকাকে টেনে-হিঁছড়ে ছিঁড়ে ফেলা হয়েছে, এটা আমাদের অস্তিত্বে আঘাত এনেছে। এজন্য আজ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোনো প্রকার চক্রান্ত করে, তাহলে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করব।'
গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রাহিম বলেন, 'ভারতে যে হামলা হয়েছে আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকার এবং পাশাপাশি জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন এর বিরুদ্ধে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করেন। যেখানে ভারতের হাইকমিশনে হামলা হয়েছে, সেখানে অন্যান্য দেশের হাইকমিশনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই আমি এতে জাতিসংঘের হস্তক্ষেপ আশা করছি।'
উল্লেখ্য, গত সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। হাইকমিশনের সামনে হিন্দু সংগ্রাম সমিতি আয়োজিত একটি সভায় এমন ঘটনা ঘটে বলে জানা যায়।