ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রপ্রতি ভর্তুকি ও বৃত্তির টাকা অনেক বেড়েছে
বাংলাদেশের অন্যতম প্রধান সরকারী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র আবাসিক হলের ছাত্র, ছাত্রী প্রতি বছরওয়ারি সরকারী ভর্তুকির টাকা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ছাত্র, ছাত্রীদের বৃত্তি, লেখাপড়ায় অসাধারণ সাফল্য, খেলাধুলায় কৃতিত্ব ইত্যাদির টাকাও এখন থেকে ৫০ শতাংশ বেশি প্রদান করা হবে।
আজ ৬ ফেব্রুয়ারি, সোমবার বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সভায় আলোচনার মাধ্যমে ছাত্রবান্ধব এই দুটি স্মরণীয় উদ্যোগ সবার সম্মতিতে পাশ হয়েছে।
ইবির এটি ছিল ২৫৪তম সিন্ডিকেট সভা।
সভার সিদ্ধান্ত দুটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।
খবর নিয়ে জানা গিয়েছে, কুষ্টিয়ার একমাত্র সরকারী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এতদিন হলের ছাত্র, ছাত্রীদের ভর্তুকি ছিল জনপ্রতি ৮০ টাকা। এখন থেকে ১২০ টাকা করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্তের ফলে হলগুলোতে খাবারের দাম, থাকার খরচ সরকার থেকে প্রদানের পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো।
তাতে ছাত্রছাত্রীরা আরো ভালো মানের সেবা লাভ করবেন, তাদের উন্নত ভবিষ্যত নিশ্চিত হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় এর আগে পর্যন্ত বছরে বৃত্তি দিত মোট ১০ লাখ টাকা। এখন থেকে ১৫ লাখ টাকা করে তারা বৃত্তি প্রদান করবেন।
তাতে ইবিতে ভালো ছাত্র, ছাত্রী; ভালো খেলোয়াড় ইত্যাদি মানুষের আরো জন্ম লাভ হবে।
২০২২ সালের অর্থবছর থেকে এই সিদ্ধান্ত দুটি কার্যকর হবে।
তবে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক শাখার প্রধান এমদাদ হোসেন জানিয়েছেন, ‘আমাদের বৃত্তির টাকা চাহিদানুসারে ২১ লাখ করার প্রস্তাব দিয়েছিলাম। সেটি নানা অসুবিধার জন্য পারা না গেলেও ছাত্র, ছাত্রীদের মতো এটি আমার জন্যও সুসংবাদ।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া বলেছেন, ‘ছাত্র, ছাত্রী প্রতি ভতুকির টাকা ও বৃত্তির পরিমাণ চাহিদা অনুযায়ী বাড়ানো হয়েছে বলে শিক্ষাথীরা আরো উপকার ভোগী হবে।’
ওএস।
ছবি : রায়হান মাহবুব।