ফারুকীকে উপদেষ্টা করায় শিক্ষার্থীদের বিক্ষোভ
ফারুকীকে উপদেষ্টা করায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
ফারুকীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারুকীর পোস্ট শেয়ার করে তাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।
রাতেই বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক তৌহিদ সিয়াম। তিনি বলেন, “বিগত সরকার মুজিববাদকে ব্যবহার করে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল। সেই শাসনের প্রতীক হয়ে উঠেছিল ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ও টুঙ্গিপাড়ার মাজার। গণঅভ্যুত্থানের পর মোস্তফা সরয়ার ফারুকী ৩২ নম্বর বাড়ি সংস্কারের প্রস্তাব করেছিলেন, যা আমাদের কাছে অগ্রহণযোগ্য।”
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, “তিন মাস আগে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তী সরকারকে প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, লক্ষ্য করছি যে এই সরকারও ফ্যাসিস্টদের পুনর্বাসনে সক্রিয়। যারা আমাদের আহত ও নিহত ভাইদের হত্যা করেছিল, তাদের বিচার এখনও হয়নি। বরং তারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা সরকারকে স্পষ্ট জানাতে চাই, ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ ক্ষমতা থেকে তাদের টেনে নামাবে।”
উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ফারুকীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।