সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | ২৬ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কুবিতে মিটিংয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে 'ব্যাচের মিটিংয়ে' যাওয়াকে কেন্দ্র করে গত ২৪ অক্টোবর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মারামারির অভিযোগ উঠেছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ১০০৪ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

শিক্ষার্থী দুইজন হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ কাউসার ও একই শিক্ষাবর্ষের একাউন্টটিং এন্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম। প্রতিবেদনের স্বার্থে দুইজনের সাথে কথা বলতে গেলে তারা দুইজনই তাদের শরীরে থাকা আঘাতের চিহ্ন দেখান।

মোহাম্মদ কাউসার দাবি করেন তৌহিদুল ইসলাম ছাত্রদলের একজন কর্মী। তবে এই দাবিকে অস্বীকার করেছেন তৌহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ১৮ তম ব্যাচের অনেক শিক্ষার্থী হলে এসে হলের বিভিন্ন বড় ভাইদের রুমে থাকছিল। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, হলে আগত নতুন শিক্ষার্থীদের প্রশাসন সিট বরাদ্দ দিলে উঠবে বলে ঘোষণা দেয়ায়; আগত শিক্ষার্থীদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া হবে এই ব্যাপারে আলোচনার জন্য হলের ১৭ ব্যাচের শিক্ষার্থীরা মিটিংয়ের ডাক দেন। সেই মিটিংয়ে ১৭ ব্যাচের দুইজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তখন অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কাউসারকে ডাকতে যায় তৌহিদ। ১০০৪ নম্বর রুমে ডাকতে গিয়ে এক পর্যায়ে তৌহিদ উত্তেজিত হয়ে কাউসারকে মারধর করে। পরবর্তীতে কাউসারও তৌহিদকে মারতে যায়।

প্রত্যক্ষদর্শীদের একজন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আমিন বলেন, আমি কাউসারের রুমমেট এবং আমি রুমেই ছিলাম। ওইদিন রাতে ব্যাচের একটা মিটিং ছিল। কাউসার রুমে শুয়ে ছিল। ১১ টার দিকে তৌহিদ রুমে আসে ডাকতে। কিন্তু কাউসার যাবে না বললে তাকে টান দিয়ে নিয়ে যেতে চায়। পরবর্তীতে কথা কাটাকাটির একপর্যায়ে তৌহিদ রুমে থাকা কাঠ দিয়ে কাউসারকে মারে। পরবর্তীতে কাউসারও তাকে আঘাত করতে গেলে সেটি তার (তৌহিদ) গায়ে লাগেনি৷

এ বিষয়ে মোহাম্মদ কাউসার বলেন, ২৪ তারিখ রাতে আমি ঘুমিয়ে যাই তখন তৌহিদ এসে আমাকে ডেকে তোলে এবং বলে মিটিং আছে যেতে হবে। আমি মানা করি, বলি ঘুমাবো, যেতে পারবো না। কয়েকবার জোরাজুরি করার পর ও টান দিয়ে আমার মশারি ছিড়ে ফেলে তখন আমি ওকে ধাক্কা দিয়ে চলে যেতে বলি। কিছুক্ষণ পর সে তার রুমমেট নিবিরসহ হাতে একটি লাঠি নিয়ে আসে এবং আমার মাথা বরাবর আঘাতের চেষ্টা করে। আমি হাত দিয়ে নিজেকে রক্ষা করি। তৌহিদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের কর্মী।

এ বিষয় জানতে চাইলে তৌহিদুল ইসলাম জানান, আমাদের ১৭ ব্যাচের সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য, কথা বলার জন্য বসতে চাইছিলাম। তখন আমি কাউসারকে ডাকতে তার রুমে যাই। সে শুয়ে ছিল, আমি তাকে আসতে বললে সে আসতে চায়নি। তাকে আমি টান দিয়ে আনতে চাইলে সে আমাকে ধাক্কা দেয়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে রুমে থাকা একটি কাঠের টুকরা দিয়ে তাকে আঘাত করি, সে-ও আমাকে আঘাত করে।

তবে তিনি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, 'আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, আমার পরিবারের কেউও রাজনীতির সাথে যুক্ত নয়।'

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন বলেন, 'তৌহিদ আমাদের দলের কোন কর্মী না। কেউ অভিযোগ করলেই তো আর কর্মী হয়ে গেলো না। আমাদের নাম জড়িয়ে এমন অপপ্রচার আমাদের দলের জন্য বিব্রতকর।'

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ মো: জিয়া উদ্দিন বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। তবে আমি এখনো কোনো অভিযোগপত্র পাইনি৷ ওই শিক্ষার্থীকে আগামীকাল সরাসরি এসে অভিযোগপত্র দিতে বলেছি। আর আমরা দুইপক্ষের সাথেই কথা বলছি। কালকে অফিসিয়ালি সে যদি অভিযোগপত্র দেয়, তাহলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।

Header Ad

ফারুকীকে অভিনন্দন জানিয়ে কী বললেন তিশা

মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

সদ্যই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে ফারুকীর শপথ নেওয়ার একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ফারুকীকে অভিনন্দন জানান তিনি।

ফারুকীর সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরও দুইজন। তারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

বঙ্গভবনে ফারুকীর শপথ নেওয়ার একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ফারুকীকে অভিনন্দন জানান অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ভিডিওটি পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

শপথ অনুষ্ঠানে অংশ নিতে কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকী। সঙ্গে তিশাও ছিলেন।

তিশার ফেসবুক পোস্টে অনেকে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকীর সঙ্গে ছবি পোস্ট করেও অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন। নির্মাতা স্বপন আহমেদ, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা রাশীদ পলাশ, নির্মাতা গৌতম কৈরী, সংগীতশিল্পী এলিটাসহ অনেকে ফারুকীকে অভিনন্দন জানান।

আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন ফারুকী। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন ‘টেলিভিশন’, ‘ডুব’-এর নির্মাতা। আড়াই দশকের ক্যারিয়ারে ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘ডুব’, পিঁপড়াবিদ্যা’র মতো সিনেমা নির্মাণ করেছেন ফারুকী।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরও চারজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন।

Header Ad

বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। রোববার (১০ নভেম্বর) তিন উপদেষ্টার শপথগ্রহণের সময় পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকায় অনেকে সমালোচনা করেছিলেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, উপদেষ্টা শপথগ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। রোববার শপথগ্রহণের পেছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে।

ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ‘দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।’

তিনি আরও লেখেন, ‘শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অগণতান্ত্রিক ৭২সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, বিলিয়ন কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (৭২-৭৫, ২০০৯-২০২৪) ৷ তাহলে আমরা ৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা ও পুর্নমিলন হবে না।’

এর আগে, রোববার (১০ নভেম্বর) তিন নতুন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। তারা হলেন— ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

ওই দিন সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। তবে, শপথ অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি এখনও টাঙানো ছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শপথ অনুষ্ঠানের পর এ ঘটনার প্রতিবাদ করেন।

Header Ad

শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। কুঁচকির চোটে পড়ে শারজায় আফগানিস্তানের বিপক্ষে আজকের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ।

গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক শান্ত। সেদিন হয়েছিলেন ম্যাচসেরাও। কিন্তু ওই ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় মাঠ ছেড়েছিলেন টাইগার অধিনায়ক।

এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

উল্লেখ্য, শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেই নয়, এই চোটে হয়ত বাংলাদেশ অধিনায়ক মাঠের বাইরে চলে গেলেন কয়েক সপ্তাহের জন্যই। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টও খেলতে পারবেন না শান্ত।

Header Ad

সর্বশেষ সংবাদ

ফারুকীকে অভিনন্দন জানিয়ে কী বললেন তিশা
বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি
শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন শান্ত
বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক
আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে ফোন করে যা বললেন ট্রাম্প
বিবর্ণ বার্সেলোনাকে হারিয়ে দিল সোসিয়েদাদ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত
গাজা-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলায় নিহত ৯৪
অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর পাকিস্তানের সিরিজ জয়
খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন: সারজিস আলম
বিএনপির পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল
ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন?
ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার বা দমনের ঘটনা ঘটেনি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
নির্মাতা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী
দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের জন্য টিম গঠন
দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে: সোহেল তাজ
অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে: জেলা প্রশাসক
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন যারা
শিশু মুনতাহার নির্মম হত্যাকাণ্ড: গৃহশিক্ষিকা ও পরিবারের সদস্যসহ ছয়জন গ্রেপ্তার