নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলেন ড. মোহাম্মদ হাছনাত আলী
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলেন ড. মোহাম্মদ হাছনাত আলী। ছবি: ঢাকাপ্রকাশ
নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য (ভিসি) দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. মোহাম্মদ হাছনাত আলী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নওগাঁ মডেল টাউন আবাসিক এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক হাছানাত আলী।
দায়িত্ব গ্রহণের পর ড. মোহাম্মদ হাছনাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত জায়গায় উপনীত করতে সকল মতাদর্শের লোককে সঙ্গে নিয়ে চলতে চাই। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। এক্ষেত্রে নওগাঁর প্রশাসন থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আশা করছি, আগামী সেশন থেকে অন্তত চারটি বিষয়ে ছাত্র ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা আমার প্রথম অগ্রাধিকার।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা নতুন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদকে ধন্যবাদ জানান নতুন উপাচার্য অধ্যাপক হাছানাত আলী।
এ সময় তিনি বলেন, ‘আমার জন্মভূমি পার্শ্ববর্তী বগুড়া জেলায়। সেই হিসেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে আমার নিজের এলাকার বিশ্ববিদ্যালয় হিসেবে মনে করি। নতুন একটি বিশ্ববিদ্যালয়কে দাঁড় করানো সহজ কাজ হবে না। তবে আমি সেই চ্যালেঞ্জটা নিতে চাই। নওগাঁ বিশ্ববিদ্যালয় যেন একটি মানসম্মত জায়গায় উপনীত হয়, সেই জন্য সকল মতাদর্শের লোককে সঙ্গে নিয়ে চলতে চাই। একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে হলে আমাদেরকে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সামনে আমরা এই বিশ্ববিদ্যালয়কে কীভাবে এগিয়ে নেব সে ব্যাপারে দিকনির্দেশনা নেওয়ার জন্য আমি প্রথমে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের মানুষের সঙ্গে কথা বলতে চাই।’
তিনি আরও বলেন, ‘আগামী সেশন থেকে অন্তত চারটি বিষয়ে ছাত্র ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে চাই। সেই লক্ষ্যে কার্যক্রম শুরু করেছি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ও ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আশা করি, মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়তে সরকারের পাশাপাশি নওগাঁর প্রশাসন ও এখানকার স্থানীয় মানুষ আমাকে সহযোগিতা করবেন। ’
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘২০২৩ সালের ৮ জুন প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই পর্যন্ত বেশ কিছু কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণের জন্য ইতোমধ্যে পাঁচটি জায়গার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে তিনটি স্থানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হওয়ার সম্ভাবনা বেশি। বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার জন্য নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবনে দশটি রুম নেওয়া হয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।’
ভিসির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক কুদরত ই জাহান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম প্রমুখ।