শেখ হাসিনার জন্মদিনে ঢাবি টিএসসিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একদল শিক্ষার্থী গণ জুতা নিক্ষেপ কর্মসূচি আয়োজন করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে ‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
পূর্বনির্ধারিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা 'খুনি হাসিনার বিচার চাই' সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় আয়োজকদের মধ্যে একজন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “স্বৈরাচারকে জুতা মারুন, কোক-মোজো জিতে নিন।” যারা জুতা নিক্ষেপে অংশ নেন, তাদের মাঝে বিনামূল্যে পানীয় বিতরণ করা হয়।
একজন নারী অংশগ্রহণকারী বলেন, “আরও জুতা মারার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে পারিনি। অন্য একটি প্রোগ্রামে যেতে হচ্ছে।” জুতা নিক্ষেপের পর তিনি মোজো পেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, “মোজো পাওয়ার জন্য আসিনি, আপনি চাইলে এটা নিতে পারেন।”
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এটি তাদের পক্ষ থেকে তার জন্য এক ধরনের প্রতীকী উপহার। একজন বলেন, “শুনেছি আজ তার জন্মদিন, তাই তাকে জুতা উপহার দিতে এসেছি।”
আরেক শিক্ষার্থী বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক, আমরা তাদের একটি বার্তা দিতে চাই। দেশকে সঠিকভাবে চালাতে হবে। যদি তা না হয়, আমরা পদত্যাগে বাধ্য করবো, প্রয়োজনে জুতাপেটাও করবো।”
কেন জুতা নিক্ষেপ করছেন, এমন প্রশ্নে একজন তরুণ উত্তর দেন, “তিনি (শেখ হাসিনা) অনেক মানুষ খুন করেছেন, অনেকের রক্ত ঝরিয়েছেন। এ কারণে তাকে জুতা মারছি।” আরেকজন শিক্ষার্থী বলেন, “শুধু জুতা মারলেই হবে না, তার ফাঁসি চাই।”