হিমেলের জন্য শোক করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল
তানভীর তুষার
উত্তরবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের প্রধান উচ্চতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি-রাজশাহী বিশ্ববিদ্যালয় তার নিহত ছাত্র মাহবুব হিমেলের জন্য আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের একটি প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের প্রভোষ্ট কাউন্সিল উদ্যোগটি গ্রহণ করে শোক জানিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের প্রতিটির হল প্রভোস্টরা উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ এই সভাটিতে।
সভাটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর ড. আসাবুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা-সহযোগী অধ্যাপক তারেক নূর প্রমুখ।
‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল’র আহবায়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট ড. রওশন জাহিদও ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের প্রতিটি প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
তারা সভার শুরুতেই চারুকলা অনুষদের মেধাবী ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব হিমেলের মুত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে আলোচনা করেছেন।
রাত নয়টায় শহীদ হবিবুর রহমান হলের সামনের পথ ও ২০ তলা অ্যাকাডেমিক ভবনের সামনে চলার সময় চারুকলা অনুষদের চতুথ বর্ষের মেধাবী ছাত্র, একজন মেধাবী শিল্পী, ভাস্কর মাহবুব হিমেল ট্রাকের নীচে পড়ে মারা যান। তার সঙ্গী রাইহান প্রামাণিক পায়ে আঘাত পান গুরুতরভাবে।
অত্যন্ত মেধাবী ছাত্রের মৃত্যুতে শিক্ষকদের শোক জানানোর কোনো ভাষা জানা ছিল না। তারা সম্মিলিতভাবে প্রাভোস্ট কাউন্সিলের পক্ষে শোক প্রকাশ করেছেন ও তার জন্য দাঁড়িয়ে নিরবতা পালন করেছেন।
আহত ছাত্রের আশু রোগ মুক্তির জন্য তারা প্রার্থনা করেছেন।
উপ-উপাচায অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম শিক্ষকদের পক্ষ থেকে দ্রুততম সময়সীমার মধ্যে শিক্ষার্থীবান্ধব সিন্ধান্ত গ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
কাউন্সিলের আহবায়ক এবং বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট ড. রওশন জাহিদ সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন এবং হিমেলের জন্য গভীর দু:খ প্রকাশ করেছেন।
ওএস।