মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগতরা চুরি, মাদক সেবন করছে

রুমি নোমান

করোনাভাইরাসের আক্রমণে কোভিড-১৯ রোগে কুষ্টিয়ার একমাত্র সরকারী বিশ্ববিদ্যালয় ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’-এ ছাত্র, ছাত্রীদের অনলাইনে ক্লাস হচ্ছে। যেকোনো বড় ধরণের সমাবেশও নিষিদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বহিরাগতের অবাধ যাতায়াত তারা ঠেকাতে পারেননি। তাতে বাইরের নানা শ্রেণী ও ধরণের লোকেরা যখন, তখন; রাতের বেলায় ঢুকে পড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ফলে বহিরাগতদের মাধ্যমে বেড়ে চলেছে চুরি, ছিনতাই, ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার, মাদক ব্যবসা, বেপরোয়া মোটর বাইক চালানোসহ নানা ধরণের অপকর্ম।

একটি ঘটনা

১৩ জানুয়ারি সোমবার, রাত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রিকেট মাঠ থেকে চোরের দল পিচ কাভারটিই চুরি করে তুলে নিয়ে গেল। এর আগে তারা দফায়, দফায় টেনিস গ্রাউন্ডটির বাতি খুলে নিয়ে গিয়েছে, সেন্ট্রাল জিমনেশিয়ামের বাইরের স্টোরটিতে রাখা লাইট সেট ও নলকূপ খুলে নিয়ে গিয়েছে। ক্যাম্পাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই সামগ্রীগুলোর দাম ১ লাখ টাকার কাছাকাছি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি আজো। খোঁজ নেওয়াও হয়নি ভালোভাবে তারা কারা। বিশ্ববিদ্যালয়টির শারীরিক শিক্ষাবিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি। তারা ধারণা করছেন চুরিগুলো বহিরাগত বাজে লোকেরা করেছে। ছাত্র, ছাত্রীরা অভিযোগ করেছেন-তাদের কেন্দ্রীয় ব্যায়ামগারের নানা ধরণের যন্ত্রপাতিগুলো বাইরে থেকে ঢুকে পড়া মানুষরা ব্যবহার করেন। জিমনেশিয়ামের ভেতরটিতে এসে তারা খেলা করেন। এই প্রতিবেদক এই অভিযোগের সত্যতা পেয়েছেন। তিনি গিয়ে দেখেছেন, কয়েকজন বহিরাগত যুবক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারের উপকরণগুলো দিয়ে ব্যায়াম করছেন।

ছাত্রী হলের রান্নাঘরে বাইরের পুরুষ
১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, সকালে সাতটা। অনেক ভোর কুষ্টিয়ার এই বিশ্ববিদ্যালয়ে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন ব্লক। ছাত্রীরা তাদের কিচেনে গিয়ে দেখলেন, একজন মাঝবয়সী পুরুষ লোকটি সেখানে বেড়াচ্ছেন। এরপর সাহস করে তারা কয়েকজন মিলে হলের রুম থেকে বেরিয়ে তিনি কে, কেন এসেছেন-জানতে চান। ফলে লোকটি দৌড় দিয়ে পালিয়ে গেলেন হলের গেটটি দিয়ে। তখন সেটি খোলা ছিল! তারা আরো অভিযোগ করেছেন, তখন গেটে তাদের নিরাপত্তার জন্য আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের কথা ছিল। সারাদিনই তারা পালাক্রমে সেখানে চাকরি করেন। তবে তখন তাদের কাউকে দেখা যায়নি। এরপর এই ঘটনা নিয়ে তারা হলের প্রভোষ্টের কাছে অভিযোগ করেছেন ও জানিয়েছেন তারা নিরাপত্তাহীনতা বোধ করছেন। একজন ছাত্রী জানিয়েছেন, ‘আনসার থাকার পরও বহিরাগত পুরুষ কীভাবে মেয়েদের হলে ঢুকে পড়লো? কোনো দুর্ঘটনা হলে তার দায় কী আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক বা কর্তৃপক্ষের কেউ নিতেন? ফলে সবসময় আমরা ভয়ে, ভয়ে আছি। নিরাপত্তা আরো বাড়ানোর জন্য দাবি করছি।’

মাদকাসক্তদের প্রবেশ, মাদক সেবন চলছে বিশ্ববিদ্যালয়ে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেক এলাকায় নানা ধরণের মাদকসেবন করছে বহিরাগতরা। ক্যাম্পাসের ভেতরে তারা দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন। সুযোগ পেলেই ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার ও তাদের উত্যক্ত করছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তাদের অবাধ যাতায়াতের ফলে সবসময়ই চুরির ঘটনা ঘটছে। তারা চলাফেরার সুবিধার জন্য এমনকি ক্যাম্পাসের সীমানা প্রাচীরও ভেঙে ফেলছে।

অভিযোগ করছেন ছাত্র, ছাত্রীরা
ইসলামী বিশ্ববিধ্যালয়ের ছাত্রী সানজানা সোহানা বলেছেন, ‘করোনাভাইরাসের মধ্যে আমাদের বারবার শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছেন। তবে তারা বহিরাগতরা সবসময় আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, নানাভাবে, প্রায়ই আমাদের হয়রানি করছে-এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ ও দমন করছেন না।’ তিনি আরো বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবশে বহিরাগতরা নষ্ট করে ফেলছে, আমাদের অনেক ক্ষতি করছে। তবে তাদের বিপক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও প্রশাসন কোনো ধরণের প্রদক্ষেপ গ্রহণ করছেন না।’

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেছেন
‘আমি আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধের পক্ষে। আমরা জানি, তারা বিভিন্ন সময়ে ভিন্ন, ভিন্ন পরিচয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ে। নিরাপত্তা জোরদার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।’

ওএস।

Header Ad
Header Ad

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এদের মধ্যে বাকি ৫ জন চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি অটো চার্জার ভ্যান এবং ১৯টি অটো চার্জার ভ্যানের ব্যাটারিসহ ১৫০ কেজি খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) নওগাঁ এবং রাজশাহীর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁ জেলা পুলিশ কর্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফারজানা হোসেন এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, জেলার পোরশা উপজেলার সোভাপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল জব্বার (৪০) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাথরপূজার গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান (৪০) এবং নওগাঁর সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে মোহাম্মদ সেলিম (৩০)।

গ্রেপ্তারকৃত চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের সদস্যরা হলেন, জেলার মান্দা উপজেলার উত্তর কাঞ্চন গ্রামের আলম খানের ছেলে শহিদ খান (৩৪) একই গ্রামের পরেশ আলী মৃধার ছেলে কাওছার আলী মৃধা (২৪), উপজেলার কালিকাপুর গ্রামের তমিজউদদীন মোল্লার ছেলে আব্দুল মতিন মোল্লা (৫০), কামারকুড়ি গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪২) এবং শ্রীরামপুর গ্রামের মৃত সোলায়মান মন্ডলের ছেলে আজিজুল মন্ডল(৬৪)।

অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, বুধবার (২৩ এপ্রিল) রাত অনুমানিক ৮ টার দিকে সাপাহার থানার নোচনাহার বাজার থেকে সাদিকুল ইসলাম (৩২) নামে এক অটো চার্জার ভ্যান চালক তার নিজের অটো চার্জার ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সাপাহার থানাধীন ইলিমপুর মোড় হইতে হরিপুর বাজারগামী রোডে ইলিমপুর ব্রীজের নিকট পৌছাতেই রাস্তার পাশে ওৎপেতে থাকা ০৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার অটো চার্জার ভ্যান থামিয়ে তাকে ভ্যান থেকে টেনে নামায় এবং তার গলার চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের আম বাগানে নিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে।

পরবর্তীতে তারা সাদিকুলের অটো চার্জার ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। অপর আরো একটি ঘটনায় একই ডাকাত দল গত শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে পোরশা থানার সরাইগাছি - আড্ডা আঞ্চলিক মহাসড়কের মশিদপুর এলাকায় এক অটো চার্জার ভ্যান চালককে আটক করে। তাকে এলোপাতাড়ি মারপিট করে হত্যার ভয় দেখিয়ে তার অটো চার্জার ভ্যান ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এই দুই ঘটনায় পোরশা এবং সাপাহার থানায় আলাদা দুইটি মমলা হয়। মামলার পর থেকেই পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবির) একটি বিশেষ টিম অভিযান অব্যাহত রাখে। গতকাল (২৭ এপ্রিল) নওগাঁ এবং রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ জন ডাকাত এবং চোরাই ভ্যানের মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এমন ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ফারজানা হোসেন আরও বলেন, গ্রেফাতারকৃত ডাকাতদের মধ্যে মোহাম্মদ সেলিম (৩০) বহুল আলোচিত সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ হিল কাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামী। সেলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি চুরি এবং ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও ডাকাত আব্দুল জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ টি এবং ডাকাত নুরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি চুরি এবং ডাকাতির মামলা রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) সুমন রঞ্জন সরকার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

নিজের মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল

বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালে হাঁটুর মারাত্মক আঘাতের পর দ্রুত সেরে ওঠার জন্য তিনি নিজের মূত্র পান করেছিলেন বলে জানিয়েছেন।

রাকেশ পান্ডের সঙ্গে একটি দৃশ্যের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আঘাতের পর পরিচালক তিন্নু আনন্দ ও অভিনেতা ড্যানি দেনজোংপা তাকে দ্রুত মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের ক্যারিয়ার নিয়ে গভীর উদ্বেগে ছিলেন পরেশ রাওয়াল। তখনই প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ তাকে পরামর্শ দেন প্রতিদিন সকালে নিজের মূত্র পান করার জন্য। বীরু দেবগণের যুক্তি ছিল, বহু যোদ্ধা শরীরের দ্রুত আরোগ্যের জন্য এমন পদ্ধতি অনুসরণ করতেন। পরেশ রাওয়াল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, তিনি তখন এমন এক মানসিক অবস্থায় ছিলেন যে সুস্থতার জন্য যেকোনো কিছু করতে রাজি ছিলেন।

 

বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। ছবি: সংগৃহীত

নির্দিষ্ট নিয়ম মেনে টানা ৩০ দিন নিজের মূত্র পান করেন পরেশ। পরে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে চমকপ্রদ ফলাফল পান। চিকিৎসকদের মতে, তার চোট সারাতে যেখানে আড়াই মাস সময় লাগার কথা ছিল, সেখানে তিনি মাত্র দেড় মাসেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

বর্তমানে পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন পরেশ রাওয়াল। শিগগিরই তিনি প্রিয়দর্শনের পরিচালনায় নির্মিত হরর-কমেডি 'ভূত বাংলা' ছবিতে অক্ষয়কুমার ও টাবুর সঙ্গে অভিনয় করবেন। পাশাপাশি ‘হেরা ফেরি ৩’-তেও পুরনো সহ-অভিনেতা অক্ষয়কুমার ও সুনীল শেঠির সঙ্গে আবার পর্দা ভাগ করবেন।

 

Header Ad
Header Ad

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, "শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।" তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল
নিজের মূত্র পান করেছিলেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল
নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ