উত্তরায় সংঘর্ষে পুলিশের গুলিতে মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
নিহত শিক্ষার্থী শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজধানীর উত্তরা। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকাটি। বেড়েই চলেছে নিহত ও আহতের সংখ্যা। এবার চলমান এই সংঘর্ষে প্রাণ হারালেন শাকিল আহমেদ নামে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উত্তরার বিএনএসএ মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হন শাকিল।
নিহত শাকিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের বিবিএ ডিপার্টমেন্টের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শাকিলের গ্রামের বাড়ি গাজীপুরে।
নিহত শাকিলের সহপাঠী হাসান মাহমুদ ঢাকাপ্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তরায় আমরা কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন করছিলাম। এ সময় পুলিশ আমাদের উপরে গুলি চালালে শাকিল গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য, আজ দুপুর থেকেই উত্তরায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থী এবং পুলিশের মাঝে সংঘর্ষ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুধু উত্তরায় নিহত হয়েছে ৪ জন। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও সংঘর্ষ চলছে।