বুধবার, ২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ঢাবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগ

প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ঢাবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগ। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত ছয়জন নেতা। সেই সঙ্গে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রাতে বিভিন্ন হলে মিছিল করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) রাতে নিজ নিজ ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ঢাবি ছাত্রলীগের পদধারী ছয় নেতা।

পদত্যাগ করা ছাত্রলীগের নেতারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ, কলাভবন ছাত্রলীগের এক নম্বর সহসম্পাদক মো. মুহাইমিনুল ইসলাম, আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম, কবি জসীমউদ্দীন হলের রাসেল হোসেন এবং রাফিউল ইসলাম রাফি।

মুহাইমিনুল ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘পদত্যাগ করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন শাখা ছাত্রলীগের এক নম্বর সহসম্পাদক পদ থেকে।’

আশিকুর রহমান জিম তার পোস্টে লিখেছেন, আমি আশিকুর রহমান জীম, মাস্টার দ্য সূর্যসেন হল ছাত্রলীগের কার্যকরী সদস্য থেকে পদত্যাগ ঘোষণা করছি এবং আইন অনুষদ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক থেকে পদত্যাগ ঘোষণা করছি।

একই পোস্ট দিয়ে কবে জসীমউদ্দীন হলে রাসেল হোসেন এবং রাফিউল ইসলাম রাফি পদত্যাগ করেছেন। দুজনই লিখেন, বাংলাদেশ ছাত্রলীগ কবি জসিম উদদীন হল শাখা থেকে নিজেকে বহিষ্কার করলাম। কারণ আমি রাজাকারের নাতি। আমাকে কোনো প্রোগ্রামে কেউ ডাকবেন না। ইটস লাউড এন্ড ক্লিয়ার।

উল্লেখ্য, গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।

সরকারপ্রধানের এমন বক্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েন কোটার বিরোধিতা করে আন্দোলন করা শিক্ষার্থীরা। গতকাল গভীর রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাতে ছাত্রলীগের ছয় নেতা পদত্যাগের ঘোষণা দেন।

Header Ad
Header Ad

লন্ডনে একসঙ্গে দেখা গেলো সাবেক চার আওয়ামী মন্ত্রীকে

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেলো দলের চারজন সাবেক মন্ত্রীকে। তারা বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে অবস্থান করছেন। তবে তাদের একসঙ্গে উপস্থিতির কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজনৈতিক মহলে এ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছেন, চিকিৎসার জন্য তারা লন্ডনে গেছেন, আবার কেউ মনে করছেন, রাজনৈতিক পুনর্বিন্যাস বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।

সাবেক এই চার মন্ত্রী দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিবর্তনের পর তারা অনেকটাই নীরব ছিলেন। ফলে লন্ডনে তাদের একত্রিত হওয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামনের দিনগুলোতে তাদের এই বৈঠকের বিষয়ে স্পষ্ট তথ্য বেরিয়ে আসতে পারে।

Header Ad
Header Ad

ঢাকায় ফিরছে ঈদযাত্রীরা, অনেকে ছুটছেন শহরের বাইরে

ছবি: সংগৃহীত

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। একইসঙ্গে, ঈদের তৃতীয় দিনেও অনেকে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। বুধবার (২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং বিভিন্ন বাস টার্মিনালে এমন দৃশ্য দেখা গেছে।

লম্বা ছুটির সুযোগ নিয়ে এখনও অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কেউ যাচ্ছেন আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাতে, আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে অবকাশ যাপনের জন্য শহরের কোলাহল ছেড়ে বাইরে যাচ্ছেন। অন্যদিকে, যেসব মানুষ কর্মব্যস্ত জীবনে ফিরতে চান, তারা আগেভাগেই ঢাকায় ফিরছেন ভোগান্তি এড়াতে।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ ছুটির ফলে এবার যাত্রীরা ধীরে ধীরে ঢাকা ছাড়ছেন, ফলে ঘাটে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে না। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেলস্টেশনেও। কেউ ফিরছেন কর্মস্থলে, আবার কেউ পরিবার নিয়ে রাজধানীর বাইরে ঘুরতে যাচ্ছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। যাত্রীর চাপ ধাপে ধাপে কমার কারণে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে তীব্র ভিড় কিংবা দীর্ঘ যানজটের সমস্যা কম দেখা যাচ্ছে।

যাত্রীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে এবং যানজট এড়াতে আগেভাগেই তারা ঢাকা ফিরছেন। অন্যদিকে, যারা এখনো ঢাকার বাইরে যাচ্ছেন, তাদের অনেকে পরিবার নিয়ে স্বস্তিতে যাত্রা করতে পারছেন।

সাধারণ মানুষের যাতায়াতের এ ধারাবাহিকতা আরও কয়েকদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনা, নিহত ৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রাণ হারিয়েছেন ৭ জন।

আজ (বুধবার) সকাল ৭টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। এতে প্রথম মাইক্রোবাসে থাকা বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, যার মধ্যে গাড়িচালকও ছিলেন।

প্রসঙ্গত, মাত্র দুই দিন আগেই, ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে একই এলাকায় বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন। একের পর এক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লন্ডনে একসঙ্গে দেখা গেলো সাবেক চার আওয়ামী মন্ত্রীকে
ঢাকায় ফিরছে ঈদযাত্রীরা, অনেকে ছুটছেন শহরের বাইরে
চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও সড়ক দুর্ঘটনা, নিহত ৭
বিটিভিতে আজ প্রচারিত হবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই যানজটের চিরচেনা দৃশ্য
মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪, আহত ২
থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের জব্বার মন্ডল
রাশিয়া আমাদের চিরকালের বন্ধু, কখনো শত্রু নয়: চীনা পররাষ্ট্রমন্ত্রী
গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার
দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ
ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত, পাইলট আহত
এপ্রিলে ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল
জাপানে মেগা ভূমিকম্পের শঙ্কা, প্রাণহানি হতে পারে ৩ লাখ
জুলাই কন্যাদের সম্মানজনক পুরস্কার নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
শান্তিপূর্ণ ঈদ উদযাপনে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
রাজধানীতে মেট্রোরেল ও সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
যমুনা সেতু দিয়ে একসপ্তাহে ২ লাখ ৪৭ হাজার যানবাহন পারাপার, ১৭ কোটি টাকার টোল আদায়
ঈদের দিনে সড়কে মৃত্যুর মিছিল: ১০ জেলায় নিহত ২১