কোটা সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ রাবি শিক্ষার্থীদের
কোটা সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ রাবি শিক্ষার্থীদের। ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের সামনের রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে শিক্ষার্থীরা জড়ো হয়ে রেলপথটি অবরোধ করেন। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আন্দোলরত শিক্ষার্থীরা বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকুরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিতে কোটাপদ্ধতির সংস্কার প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ শুক্রবার (১২ জুলাই) সারাদেশে পঞ্চম দিনের মতো চলছে বাংলা ব্লকেড কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগসহ নানা ক্যাম্পাস এই ইস্যুতে উত্তাল।
রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিন বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে আসেন। এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যায়।