ট্রাকের চালক টিটু গ্রেফতার
লেখা ও ছবি সংগ্রহ : তানভীর তুষার
রাত নয়টায় চালকের অদক্ষতা ও বেখেয়ালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চতুর্থ বষের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা)’র নির্বাচিত সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক মাহবুব হিমেল ঘটনাস্থলে নিহত এবং তার মোটর সাইকেলের পেছনে বসা সহপাঠী রাইহান প্রামাণিককে গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তারপর থেকে চিরুনি অভিযান শুরু করে পুলিশ বিভাগ। তাদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনার জন্য দায়ী ট্রাকটির চালক টিটুকে গ্রেফতার করেছে পুলিশ বিভাগ। তাকে জিজ্ঞাসাবাদের রাজশাহীর ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ)তে নেওয়া হয়েছে।
মতিহার জোনের পুলিশের এডিসি একরামুল হক খবরটি প্রদান করেছেন। বলেছেন, ‘মঙ্গলবার রাতে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্মাণ কাজ করতে গিয়ে ক্যাম্পাসের ছাত্রকে চাপা দিয়ে মেরে ফেলার ঘটনা পুলিশ সবোচ্চ গুরুত্ব দিয়ে করে সঙ্গে, সঙ্গে তদন্ত করতে শুরু করে। ফলে ট্রাকটির চালক আর পালাতে পারেনি। আমরা তদন্তের মাধ্যমে টিটুকে গ্রেফতার করেছি। তার বিপক্ষে আমরা আরেক ছাত্রকে গুরুতর আহত হওয়ার মামলাটিও খতিয়ে দেখব।’
ওএস।