শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

গভীর রাতে ‘হিমেল’ মারা গেছে

লেখা ও ছবি সংগ্রহ: তানভীর তুষার


কাঁদছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শহীদ শামসুজ্জোহার রক্তে আবার লাল হলো উত্তরবঙ্গের সবচেয়ে বড় ও বাংলাদেশের প্রাচীনতম ক্যাম্পাসগুলোর একটি। এ বড় দু:খের ঘটনা। মঙ্গলবার রাত নয়টায়; ক্যাম্পাসে তখন অনেক রাত; গান, আড্ডা শেষে, খাওয়া-দাওয়ার পাট চুকিয়ে কোথাও কেউ নেই-এর বিশ্ববিদ্যালয় তখন ঘুমুতে গিয়েছে।

কটি ছাত্র, ছাত্রী বাড়িতে না থেকে ভালোবাসার ক্যাম্পাসে আছেন। কজনের পকেট প্রায় সময়ই খালি থাকে। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। তারাও মোবাইল হাতে গল্প বলার সময়ে অধীর। ঠিক তখনই এলো দু:সংবাদ।

মাহবুব হিমেলকে অনেকে চেনেন। থমকে থাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এক জাগ্রত প্রাণ। অনেক গুণের মানুষ। রাজশাহী ইউনির্ভাসিটি ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা)’র বহু দিনের কর্মী। অনেক অবদান তার এখানে। আছেন সাধারণ সম্পাদক হিসেবে। তাছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দফতর সম্পাদক হিসেবেও তার নানা ভূমিকা আছে। কোনোদিনও সেসব আলোচনায় আসেনি, এলেন হঠাৎ মারা যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রটি।

তিনি অত্যন্ত সৃজনশীল। মেধাবীও বটে। পড়ালেখা করেন চারুকলা অনুষদে। চতুর্থ বষের ছাত্র। চিত্রকর্ম, শিল্পকর্ম, পোস্টার, ব্যানার, লিফলেট ইত্যাদি কাজগুলোতে তার মেধা ছড়িয়ে আছে।
রাতের ক্যাম্পাসে কাজ সেরে ফিরছিলেন তিনি। শহীদ হবিবুর রহমান হলের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি ও রাইহান প্রামাণিক। তারা মোটরসাইকেলে আসছিলেন। চালক তিনি-হিমেলই। এখানেই বানানো হচ্ছে ২০ তলা অ্যাকাডেমিক ভবন। একটি বহুতল আবাসিক হলের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

রাত-দিন কাজ হয় সবসময়। ইট, বালু, সিমেন্ট, রড ট্রাকে আনা-নেওয়া করতে হয় যখন, তখন। তবে বেখেয়ালে হিমেল ও রাইহানের মোটর সাইকেলটিকে চাপা দিয়ে গেল রাতের অন্ধকারে ছুটে আসা দানবীয় ট্রাক। ওতে হল ও অ্যাকাডেমিক ভবনের নানা নিমাণ উপকরণ ছিল। মোটর সাইকেল বাঁচাতে, রাইহানকে আরো সাবধান করতে ব্রেক ফেল করলেন হিমেল।

ট্রাকের ড্রাইভার ও তার হেলপার এবং অন্যদের কোনো খবর জানা যায়নি তখন। তারা মোটরসাইকেল চাপা দিলেন।
মারা গেলেন হিমেল, রাইহানকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে এরপর। তবে তিনি এখন আশংকামুক্ত। তার একটি পা ভেঙেছিল।

রাইহান প্রামাণিক পড়েন সিরাকিকসে। বয়স একই-২৪; অনুষদও একটিই। এখনো তিনি রামেকে ভর্তি আছেন।

মাহবুব হিমেলের মৃত্যু সংবাদ সঙ্গে, সঙ্গে ক্যাম্পাসে ছড়িয়ে গেল ছাত্র, ছাত্রী এবং শিক্ষকদের মাধ্যমে। তারা একে, একে হল ও শহর থেকে আসতে লাগলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রধান ফটক দিয়ে, নানাভাবে তারা চলে এলেন শহীদ হবিবুর রহমান হলের সামনে। তারপর থেকে লাল উত্তাপ ছড়িয়ে গেল একটু একটু করে।

তারা ওই ট্রাকটি আটক করেছেন। এরপর পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে সেগুলোকে পুড়িয়ে দিয়েছেন রাজশাহীর ছাত্র, ছাত্রীরা।

তবে আগুন থামেনি। রাত ১০টার মধ্যেই রাজশাহী-ঢাকা মহাসড়কটি পুরোপুরি অচল করে দিয়েছেন তারা।

অবরোধে কোনো গাড়ি, ঘোড়া; গরুর বাহন যেতে পারেনি ওই একমাত্র মহাসড়কটি ধরে। কয়েকশজন মিলে শিক্ষকদের সঙ্গে বন্ধুর হত্যার প্রতিবাদ করেছেন প্রাণপণে। তারা সবাই মিলে আগুন জ্বালিয়ে দিয়েছেন সেখানে গাছ, টায়ার ফেলে।

এর আগে গিয়েছেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের কাছে। সেখানে তারা তার বাসা ঘেরাও করেছেন। ক্যাম্পাসে বাড়ি অথচ তিনি বের হবার সাহস করতে পারেননি। কী বলবেন প্রিয় ছেলেমেয়েদের?

বন্ধুর লাশকে পাশে রেখে এই আন্দোলনের কমীরা একটুকু ছাড় দেননি কাউকে। রাত ১১টায় কারো কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে মাহবুব হিমেলের লাশ নিয়ে একদল শোকার্ত মানুষ তুষার ভেজা সড়ক ধরে চলে গেলেন শোকের সাগরে ভাসতে ভাসতে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

তাকে চিকিৎসকদের কাছে পরীক্ষা-নিরীক্ষার জন্য জমা দিয়ে তারা আবার প্রতিবাদের স্রোতে গেলেন। প্রচণ্ড শীতে, সামান্য পোশাকে; গায়ে তাদের উলের সুয়েটার কী চাদর কী জিন্সের জ্যাকেট; রাত ১২টার প্রবল ঠান্ডাকে ফাঁকি দিয়ে তারা সারা ক্যাম্পাসে ঘুরে ঘুরে মিছিল ও প্রতিবাদ জানাচ্ছিলেন। তখন আমাদের কাছে এই খবর এলো-‘হিমেল মারা গিয়েছেন।’

তাদের সঙ্গে এরপর ভিসি স্যারের আলাপ হলো। তিনি বেরিয়ে এসে ছাত্র, ছাত্রীদের শান্ত করতে নামলেন। তখনো ভয়ে ফোন ধরেননি প্রথমবারের মতোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী।

ভিসি স্যার তাদের সঙ্গে আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘আমি এই ঘটনাকে অ্যাকসিডেন্ট বলব না, আমার মতে, হিমেলকে খুন করা হয়েছে। আমার আজ বড় দু:খের দিন। আমার একটি সন্তান, একজন ছাত্র এই ক্যাম্পাসে মারা গিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি আমি চাই। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মেয়র, সরকারী প্রশাসন ও অন্য শিক্ষকদের সঙ্গে আমি আলাপ করেছি।’

তিনি আরো বলেছেন, ‘মাহবুব হিমেলের পরিবারের সঙ্গেও আমার কথা হয়েছে। তাদের জন্য আমার বেদনা জানানো ভাষা নেই। আমাদের বিশ্ববিদ্যালয় তাদের ক্ষতিপূরণের চেষ্টা করবে।’

ওএস।

Header Ad
Header Ad

জামায়াতের আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে প্রাণ দিলেন কর্মী

ছবিঃ সংগৃহীত

যানজটে আটকে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়ি বহরকে সাইড করে দিতে গিয়ে বাস চাপায় নিহত হয়েছেন জসিম উদ্দিন (৫৩) নামে জামায়াতের একজন কর্মী।

নিহত জসিম উদ্দিন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিম পাড়ার মৃত আলী আশ্রাফ মোল্লার ছেলে। তার স্ত্রী ও শিশুসহ তিন ছেলে সন্তান রয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার ওয়ালটন শো-রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সৈয়দপুর গ্রামের বাসিন্দা মারুপ সিরাজী বলেন, লক্ষীপুর যাওয়ার পথে জামায়াত আমিরের বহরের ৪টি গাড়ি বাগমারা উত্তরবাজারে যানজটে আটকা পড়লে জামায়াতের নেতাকর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিশা পরিবহনের ঢাকামুখী একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জামায়াতের কর্মী জসিম উদ্দীনের মাথা থেতলে যায়। রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

বাগমারা বাজারের ব্যবসায়ী মফিজুল ইসলাম মুন্না বলেন, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হলেও বাগমারা বাজার অংশে অধিগ্রহণ জটিলতার কারণে দুই লেন করা হয়েছে।সে কারণে ২৪ ঘণ্টাই সড়কের এই অংশে যানজট লেগে থাকে। যানজট নিরসনে পুলিশ দায়িত্ব পালন করলে আজ হয়তো এমন মৃত্যু হতো না।

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, আমিরে জামায়াত লক্ষীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন। পথসভাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে তাঁর গাড়ি বহর যানজটে আটকা পড়ে।

তখন আমিসহ সংগঠনের ১৫/২০ জন কর্মী ট্রাফিকের দায়িত্ব শুরু করি। আমরা আমিরে জামায়াতকে নিয়ে পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দিন বাস চাপায় মারা যান।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বাগমারা উত্তরবাজারে বাস চাপায় জসিম উদ্দিন নামের একজন মারা গেছেন। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। খবর পেয়েই নিহতের বাড়িতে গিয়েছি।

 

Header Ad
Header Ad

সুনামগঞ্জের মধ্যনগরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা  

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর বাজারে অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পুলিশের আসামি ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং দলীয় অফিস ভাঙচুরের ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আসামি ধরাকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু এবং যুবদল নেতা শহিদ মিয়ার লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মধ্যনগর বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার আশঙ্কা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত বাজার এবং আশপাশের এলাকায় সভা-সমাবেশ মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, ‘মধ্যনগর যুবদল নেতা শহিদ মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈযুম মজনুর লোকজনের মধ্যে পুলিশের আসামি ধরা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে উভয় পক্ষের লোকজন বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করে। এতে বাজারের সাধারণ ব্যবসায়ী ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বিশৃঙ্খল অবস্থা এড়াতে বাজারে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজার ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

Header Ad
Header Ad

একুশে টিভির জিডি, কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জামায়াত  

ছবিঃ সংগৃহীত

বেসরকারি টেলিভিশন একুশে টিভি (ইটিভি) ভাঙচুরের হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এর আগে, ওই টিভি চ্যানেলের এক সংবাদকর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

এ ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ইটিভি কর্তৃপক্ষ। জিডিতে উল্লেখ করা হয়েছে, একুশে টেলিভিশন এবং এর কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘মান্ডা এলাকায় একটি অনুষ্ঠানে দাঁড়ানো নিয়ে জামায়াতের এক নেতার সঙ্গে ইটিভির এক সংবাদকর্মীর তর্ক হয়। পরে ওই নেতা টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্তা পাঠিয়ে ক্যামেরাম্যানকে চাকরিচ্যুত না করলে চ্যানেল ভাঙচুরের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে, এ জন্য একটি জিডি নেওয়া হয়েছে।’

এদিকে, ইটিভির নিরাপত্তা সুপারভাইজার আল আমিন তেজগাঁও থানায় একটি জিডি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মান্ডা গ্রিন মডেল টাউন অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান কাভার করতে ইটিভির ক্যামেরাপারসন মোহাম্মদ রুমি হাসান তালুকদার সেখানে যান। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার সহকারী সাইফুল ইসলাম মিঠুর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

এরপর মিঠু হোয়াটসঅ্যাপে ইটিভির কয়েকজন সাংবাদিককে মেসেজ পাঠান। সেখানে একটি ছবি সংযুক্ত করে তিনি লেখেন, ‘চাকরিচ্যুত করতে হবে এ ক্যামেরাম্যানকে, না হলে একুশে টেলিভিশন ভাঙচুর হবে।’

এ হুমকির ঘটনায় একুশে টেলিভিশন এবং এর কর্মীরা আতঙ্কে রয়েছেন। জিডিতে ইটিভির নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতা জামায়াত নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে সাইফুল ইসলাম মিঠুর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ওদিকে নগর জামায়াতের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, সাইফুল ইসলাম মিটু প্রচার সহকারী নন তিনি মহানগরী দক্ষিণ প্রচার বিভাগে কর্মরত কর্মচারী। ইতিমধ্যে তার তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেয়া হয়েছে এবং ইটিভি কতৃপক্ষকে এ বিষয় নিয়ে দু:খ প্রকাশ করা হয়েছে।বিষয়টা মিটমাট হয়ে গেছে।

বার্তায় বলা হয়, সে যা করেছে তা অমার্জনীয় অপরাধ। সংগঠন অবহিত হওয়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জামায়াতের আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে প্রাণ দিলেন কর্মী
সুনামগঞ্জের মধ্যনগরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা  
একুশে টিভির জিডি, কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জামায়াত  
আফ্রিকার রানের চাপে বড় ব্যবধানে হারলো আফগানিস্তান
আগামীকাল দুই বিভাগে বৃষ্টি হতে পারে
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬১
খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পশ্চিম তীরে নতুন করে হামলার নির্দেশ দিলেন নেতানিয়াহু
মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোলে হয়নি দুই বাংলার মিলন মেলা
মাতৃভাষার গুরুত্ব ও ভবিষ্যৎ প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস
চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: তিন দিন পর মামলা, আতঙ্কে যাত্রীরা
বিপ্লবের আত্মত্যাগ উন্নত বাংলাদেশের পথে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে : পররাষ্ট্রসচিব
জাতিসংঘের প্রতিবেদনে ২০২৪ সালে আওয়ামী সরকারের পতনের কারণ উদঘাটন
চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে মাসে ৪০ কোটি টাকা বেতন পাবেন হামজা চৌধুরী
পবিপ্রবিতে আবাসিক হলগুলোর নাম পরিবর্তন, মুছে ফেলা হলো শেখ পরিবারের নাম
ইসরায়েলের তেল আবিবে তিনটি বাসে বিস্ফোরণ
বিয়ের ছবি ভাইরাল, বললেন শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ
বাংলা ভাষায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত