রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ৯২টি আসন ফাঁকা আছে
তানভীর তুষার, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আজ ৩১ জানুয়ারি, সোমবার, বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আদেশ জারি হয়েছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময় চতুর্থ দফা বাড়িয়েছে। তাদের ৯২টি আসন ফাঁকা আছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিটিতে উল্লেখ্য করা হয়েছে, “সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-’২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির সময়সীমা আগামী ২৮-০২-’২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এই বিষয়ে জানিয়েছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক আগেই শেষ করা হয়েছে। তবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পরে হওয়ায় পরবর্তীতে শিক্ষার্থীরা সেখানে চান্স পাওয়ায় এখানের ভর্তি বাতিল করে চলে যাচ্ছে। এটি মূলত অঞ্চলভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ থেকে হচ্ছে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেরিট লিষ্ট অনুযায়ী পরবর্তীতে ভর্তির সময় বাড়ানো হয়েছে।’
কতগুলো আসন ফাঁকা আছে-এই প্রশ্নের জবাবে অধ্যাপক বাবুল ইসলাম বলেছেন, ‘গতকাল ৩০ জানুয়ারি, ২০২২ সাল দুপুর পর্যন্ত ‘এ’ ইউনিটে ৬৭টি, ‘বি’ ইউনিটে ২৫টিসহ সবমোট ৯২টি ছাত্র ভতির আসন ফাঁকা ছিল।’ তবে তিনি উল্লেখ করেছেন, এই বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে কোনো আসনই ফাঁকা নেই।
সর্বশেষ ১৩ জানুয়ারি তৃতীয় দফায় সময় বাড়িয়ে বিশ্ববিদ্যালয়টি ৩১ জানুয়ারি পর্যন্ত করেছিল। তখন কোটা বাদে তাদের সবগুলো বিভাগে ২শ ১১টি আসন ভতির জন্য ফাঁকা ছিল।
ছবি : রায়হানুল রানা।
ওএস