প্রাইম এশিয়ায় আগামীকাল বছরওয়ারি আন্তর্জাতিক ই-কনফারেন্স
সৈয়দ হাসনাত
আগামীকাল ৩০ জানুয়ারি, রবিবার; ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বা অনুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও স্কুল অব সায়েন্সের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ই-কনফারেন্স অনুষ্ঠিত হবে।
শিরোনাম হলো-“সেকেন্ড অ্যানুয়াল প্রাইম এশিয়া ইউনির্ভাসিটি ইন্টারন্যাশনাল ই-কনফারেন্স অন ‘আসপেক্টস অব মাইক্রোবায়োলজি ইন দি হেলথ কেয়ার সেক্টরস’।”
সকাল সাড়ে নয়টা থেকে আয়োজিত হবে।
বিশ্ববিদ্যালয়টি আছে ১২, কামাল আতাতুক অ্যাভিনিউ, বনানীতে।
ই-কনফারেন্স আয়োজক কমিটির আহবায়ক, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ও স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক ড. শুভময় দত্ত জানিয়েছেন, “এবারের বৈজ্ঞানিক সম্মেলনটির প্রতিপাদ্য ‘আসপেক্টস অব মাইক্রোবায়োলজি ইন দি হেলথ কেয়ার সেক্টরস’।”
বাংলায়, ‘স্বাস্থ্যসেবা খাতে অনুজীববিজ্ঞানের ভবিষ্যত।’
তিনি জানিয়েছেন, এবার ২৫টি দেশ থেকে অংশগ্রহণকারী গবেষক ও অধ্যাপকরা থাকছেন বিশেষ কনফারেন্সে। ১৫০টির বেশি সায়েন্টিফিক উপস্থাপন করা হবে।
বিশ্বের নামকরা, প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাপক ও বিজ্ঞানীরা এই বৈশ্বিক সংকট মোকাবেলা এবং মানব কল্যাণে অনুজীববিদ্যা ও অনুজীববিজ্ঞানের গুরুত্ব, প্রয়োগ বিষয়ে মূল্যবান আলোচনা, গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রাইম এশিয়া ইউনিভাসিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নজরুল ইসলাম।
গেষ্ট অব অনার থাকবেন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ-ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অধ্যাপক, বাংলাদেশের খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ; শিক্ষক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক।
বিশেষ অতিথি হবেন-অধ্যাপক ড. মো. নুরুন্নবী মোল্লাহ, উপ-উপাচার্য ও অধ্যাপক ড. ইফফাত জাহান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার।
ই-কনফারেন্সের কনভেনারের দায়িত্ব পালন করবেন তিনি-স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক ড. শুভময় দত্ত।
প্রাইম এশিয়া ইউনিভাসিটির মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান শিশির আয়োজক কমিটির সদস্য সচিব।
কি-নোট স্পিকারস থাকবেন-তাকাশি উয়েমুরা, ওসাকা প্রিফ্যাকচার ইউনির্ভাসিটি বা ওসাকার প্রশাসনিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস; কানাডার ইউনির্ভাসিটি অব ব্রিটিশ কলম্বিয়ার জুনোটিক ডিজিজেস অ্যান্ড ইমারজিনিং প্যাথোজেনস, পাবলিক হেলথ ল্যাবরেটরির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্সেসের ফুড নিউট্রিশন অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ ডিভিশনের প্রধান ও প্রধান বিজ্ঞানী ড. লতিফুল বারী; ইরানের তেহরানের ইসলামিক আজাদ ইউনির্ভাসিটির বায়োলজি বিভাগের সায়েন্স অ্যান্ড রিসার্চ শাখার সহকারী অধ্যাপিকা ড. বাহহার নওরোসি; এশিয়ান ফাউন্ডেশন অব বায়োটেকনোলজির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোজাম্মেল হক; মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব লুইজিয়ানার রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. কুমের পিয়াল দাস; জাপানের কোচি পারফেক্টট্যুরাল ইউনির্ভাসিটির ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড নিউট্রিশন ড. ইকুকো শিমাদা; ভারতের পাঞ্জাবের আরআইএমটি (রিজিওনাল ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি)’ ইউনির্ভাসিটির ডিপার্টমেন্ট অব লাইফ সায়েন্সেস (মাইক্রোবায়োলজি)’র স্কুল অব বায়োসায়েন্সেসের সহকারী অধ্যাপক ড. নরেশ কুমার।
প্ল্যানারি স্পিকাররা থাকবেন-পর্তুগালের ট্রাজ-অজ-মনচিজ ই আওতো দৌরো বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. ইসাবেল ক্রিস্টিনা রিবেরিও পিরেজ, মিশরের কায়রোর ন্যাশনাল রিসার্চ সেন্টারের এগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল ইন্সস্টিটিউটের কীটপতঙ্গ ও উদ্ভিদ নিরাপত্তা বিভাগের অধ্যাপক ড. মোনা আহমেদ হোসাইনি; ভারতের কাশ্মিরের ইউনির্ভাসিটি অব কাশ্মির, সেন্টার ফর বায়োডাইভারসিটি অ্যান্ড টেক্সোনমির পরিচালক, সেকশন অব প্ল্যান্ট প্যাথলজি, মাইকোলজি অ্যান্ড মাইক্রোবায়েলজির অধ্যাপক ড. আবদুল হামিদ ওয়ানি; মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনির্ভাসিটির হিউম্যান অ্যান্ড মলেকুলার জেনেটিকসের সহযোগী অধ্যাপক ড. স্বদেশ কে. দাস; যুক্তরাষ্ট্রের ইউনির্ভাসিটি অব মেরিল্যান্ডের সেন্টার ফর বায়োইনফরমেটিকস অ্যান্ড কম্পুটাশনাল বায়োলজির অ্যাডজাক্ট ফ্যাকাল্টি এবং ইজেডবায়োম ইনকরপোরেশনের প্রধান নিবাহি অফিসার ড. নূর-এ-হাসান; চীনের জাংসু ইউনির্ভাসিটির স্কুল অব ফুড অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বাংলাদেশী অধ্যাপক ড. হোসাইন এম জাবেদ; বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় স্টেট ইউনির্ভাসিটির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিউর রহমান; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োকেমিষ্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম ফখরুদ্দীন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান, মালায়শিয়ার ইউনির্ভাসিটি পুত্রা মালায়শিয়াতে বায়োটেকনোলজি অ্যান্ড বায়োমলেকুলার সায়েন্সেস ফ্যাকাল্টির সহযোগী অধ্যাপক ড. জেটি নোহানা বিলা ইউসফ।
প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ই-কনফারেন্সটি আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. আসাদুজ্জামান শিশির জানিয়েছেন, “সেকেন্ড অ্যানুয়াল প্রাইম এশিয়া ইউনির্ভাসিটি ইন্টারন্যাশনাল ই-কনফারেন্স অন ‘আসপেক্টস অব মাইক্রোবায়োলজি ইন দি হেলথ কেয়ার সেক্টরস”এ যোগদান করতে হলে তার সঙ্গে, অধ্যাপক ড. শুভময় দত্ত (suvamoy.datta@primeasia.edu.bd), বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগে (syed.hasanat@primeasia.edu.bd) যোগাযোগ করতে হবে। যেকোনো প্রয়োজনে ফোন করতে পারেন ৯৮২১৫০১ (এক্সটেশনশন-১৭৪) নম্বরে, বিশ্ববিদ্যালয়ে মোবাইল করতে পারেন০১৭৫৫৫৪৮৩২৪।
ওএস/২৫-১-২০২২।