বাউয়েটে সফটওয়্যার প্রকৌশলীর কর্মক্ষেত্রের ওয়েবিনার
আশরাফুল ইসলাম
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় নাটোরের কাদিরাবাদের দয়ারামপুরের ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’-এ হয়ে গেল একটি বিশেষ ওয়েবিনার।
অনলাইনে ভাচুয়ালি আয়োজিত এই পারস্পরিক সহযোগিতাপূর্ণ আলোচনা সভাটির শিরোনাম ছিল ‘ওয়েবিনার অন ক্যারিয়ার পাথ অব অ্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন গ্লোবাল অ্যারেনা’। বাংলায় ‘বৈশ্বিক কর্মক্ষেত্রে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গতিপথ।’
ক্যারিয়ার টক বা চাকরি বিষয়ে আলোচনা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বাউয়েট উপাচায ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. মোস্তফা কামাল।
রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অ্যামাজন.কমের অধীনস্থ অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশনের ‘অ্যামাজন এস ৩’র বাংলাদেশী সফটওয়্যার প্রকৌশলী এস এম ফয়সাল রহমান (আভাশ)। অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন অ্যামাজন এস ৩ বা অ্যামাজন সিম্পল স্টোরেজ সার্ভিসটি প্রদান করে। তার আগে এই সফটওয়্যার বিশেষজ্ঞ ইউরোপের আন্ত:সরকারগুলোর অন্যতম প্রতিষ্ঠান ইউরোপিয়ান বায়োইনফরমেটিকস ইন্সটিটিউটে কাজ করেছেন। তারও আগে বাংলাদেশে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন দপ্তরে চাকরি করেছেন। তিনি ইউরোপ-পিএমসির সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।
তিনি ছাড়াও বাউয়েটের ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং) অনুষদের ডিন অধ্যাপক ড. মির্জা এ এফ এম রশিদুল হাসান আলোচনা করেছেন। আরো বক্তব্য রেখেছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. রুবাইয়াত ইয়াসমিন।
তার বিভাগের উদ্যোগে বাওয়েট আইসিটি ক্লাবের মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেলের সাহায্যে বিশেষ ওয়েবিনারটির আয়োজন করা হয়েছে।
বাউয়েট আইসিটি ক্লাবের সভাপতি ড. মো. রুবেল বাসার আলোচনায় যোগ দিয়েছেন।
ইইই অনুষদের বিভাগগুলো ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির আরো অনুষদগুলো এবং বিভাগের ১শর বেশি ছাত্র, ছাত্রীরা ওয়েবিনারের দর্শক ছিলেন।
অনেকে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন ও নানা কিছু জেনে নিয়েছেন।
ওএস/২৯-১-২০২২।