টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের হলে মিললো মদ-গাঁজা, রুম সিলগালা
বিশ্ববিদ্যালয়ের হল থেকে উদ্ধারকৃত মদ-গাঁজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সৈয়দ নজরুল ইসলাম হলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে হল কর্তৃপক্ষ। এসময় দেশি-বিদেশি মাদক উদ্ধার করা হয়েছে। মাদক অভিযানের পাশাপাশি অবৈধভাবে দখলকৃত রুমে সিলগালাও করেছেন হল প্রশাসন।
অভিযানে ৩০৯ নম্বর রুমে ৪২তম ব্যাচের তাপস কুমার ও ৫০৫ নম্বর রুমে ৪৩তম ব্যাচের রাকিবুল হাসানের কাছ থেকে বিদেশি মদের বোতল, গাঁজা উদ্ধার করা হয়। এসময় অবৈধভাবে দখল করা রুমগুলো সিলগালা করে দেওয়া হয়। রুমগুলো হলো- ৩০২, ৩০৪, ৩০৯, ৪০১ ও ৪০৫।
বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সহযোগিতায় এ তল্লাশি অভিযান চালায় হল প্রশাসন।
সৈয়দ নজরুল ইসলাম হলের সহকারী প্রভোস্ট রুবেল খান জানান, হলে মাদক ও অবৈধ রুম দখলে নেওয়ার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এসময় ৩০৯ ও ৫০৫ নম্বর রুমে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ অবৈধভাবে দখল করা রুম সিলগালা করে দেওয়া হয়। হলের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে প্রক্টরিয়াল বডির সদস্য ড. মো. সাইদুজ্জামান বলেন, হলের দুটি রুমে মাদক পাওয়ার ঘটনায় রুম সিলগালা করে দেওয়া হয়েছে। হলে অনিয়মিত শিক্ষার্থীদের শনাক্ত করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।