এমপি নির্বাচিত হলেন ঢাবির ৬৫ ও রাবির সাবেক ১৮ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মন্ত্রিসভায় বেশ চমক রেখেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ১৮ শিক্ষার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে ১০ জন সংসদ সদস্য আইন বিভাগের। তবে ঢাবিতে পড়াশোনা করেছেন এমন এমপির সংখ্যা আরও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইন বিভাগ থেকে নির্বাচিত সাংসদরা হলেন, সেলিম মাহমুদ, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মুজিবুল হক চুন্নু, মো. বিপ্লব হোসেন পলাশ, আসাদুজ্জামান নূর, ড. শিরিন শারমিন চৌধুরী, ফরহাদ হোসেন দোদুল, মো. নুরুল ইসলাম সুজন আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, এস এম রেজাউল করিম, আবদুর রহমান।
আইনবিভাগ ছাড়াও অর্থনীতির আটজন, রাষ্ট্রবিজ্ঞানের ছয়জন, মার্কেটিংয়ের পাঁচজন, ইংরেজির চারজন সাবেক শিক্ষার্থী। এছাড়া, অন্যান্য বিভাগের সাবেক শিক্ষার্থীও রয়েছেন।
বাংলা বিভাগ থেকে গোপালগঞ্জ- ৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুনামগঞ্জ- ৪ আসনে মোহাম্মদ সাদিক, চাঁদপুর-৪ আসনে মুহাম্মদ শফিকুর রহমান সাংসদ হিসেবে নির্বাচিত হন।
একসঙ্গে এত সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ঢাবির সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী দিনে সংসদ সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা তাদের।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ১৮ শিক্ষার্থী এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ সাবেক শিক্ষার্থী।
তারা হলেন শফিকুর রহমান বাদশা (রাজশাহী-২), বীর বাহাদুর উশৈসিং এম.পি (বান্দরবান), সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩), অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (নাটোর-১), তাহমিনা বেগম (মাদারীপুর-৩), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), শামসুল হক টুকু (পাবনা-১), আব্দুল ওয়াদুদ দারা (রাজশাহী-৫), অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ (রাজশাহী-৪), বীরেন শিকদার (মাগুরা-২), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), আব্দুল হাই (ঝিনাইদহ-১), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), অধ্যক্ষ আবুল কালাম আজাদ (গাইবান্ধা-৪), মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫) ও এনামুল হক বাবুল (যশোর-৪)।
এ প্রসঙ্গে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানা বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় অর্জন। যে ১৮ জন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন- তারা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে। রাবি শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি প্রত্যেকটি বিষয়ই এগিয়ে যাচ্ছে।