শাবিপ্রবিতে আলপনা ‘মৃত্যু অথবা মুক্তি’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনের সামনে আঁকা হয়েছে আলপনা– 'মৃত্যু অথবা মুক্তি'।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অরূপ বাউলের করা ডিজাইনটি রং তুলিতে আঁকা হয়েছে ক্যাম্পাসের 'এক-কিলো' রাস্তার ওপর। উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি থেকে সরে এলেও প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় উপাচার্যের বাসভবনের সামনে অনশনস্থলে এ আলপনা আঁকা হলো। এ ছাড়াও বিভিন্ন ক্যাম্পাসের জায়গায় প্রতিবাদী আলপনা আঁকছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের অংশ হিসেবে রাত ৮টায় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে 'কেমন শাবিপ্রবি চাই' শীর্ষক একটি মুক্ত আলোচনার আয়োজন করেন শিক্ষার্থীরা। আলোচনায় শিক্ষার্থীরা শাবিপ্রবির বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং উপাচার্যের পদত্যাগের পর শাবিপ্রবি পুনর্গঠনে এসব সমস্যার সমাধানের দাবি জানান।
আলোচিত দাবিগুলোর মধ্যে রয়েছে হলের খাবারের সমস্যা সমাধান, হল সংখ্যা বৃদ্ধি এবং সম্ভব হলে শতভাগ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা, ক্যাম্পাসের বাইরের হলগুলোর ভাড়ার মধ্যে ভারসাম্য ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা, বছরে ৩৬৫ দিন হল খোলা রাখার ব্যবস্থা করা, হল রিডিং রুমের ব্যবস্থা, করোনার মধ্যে হলের সিট ভাড়াসহ বিবিধ সেবার ফি মওকুফ, ক্যাম্পাসে খাবারের দোকান চালু করা, হলের মসজিদের ফ্যাসিলিটি বাড়ানো এবং কেন্দ্রীয় মন্দির নির্মাণ।
এ ছাড়াও ব্যাংকের কাজ ডিজিটালাইজেশন, পরিবহনের রুট বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বাসের সংখ্যা বৃদ্ধি, লাইব্রেরি খোলা রাখার সময় এবং নিজের বই নিয়ে পড়তে বসার ব্যবস্থা করা তাদের আলোচিত দাবির মধ্যে রয়েছে।
এদিকে বিকেলে শাবিপ্রবির হ্যান্ডবল গ্রাউন্ডে ফুটবল ম্যাচের আয়োজন করেন শিক্ষার্থীরা। ফুটবলের মধ্যে 'ফরিদ' লিখে তা দিয়ে খেলা করেন তারা।
এপি/