সিকৃবির প্রাণীসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের নতুন গবেষণাগার
ইফতেখার আহমেদ ফাগুন
বাংলাদেশের কৃষি শিক্ষা ও গবেষণার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এখানের ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে একটি অত্যাধুনিক গবেষণাগার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এটি প্রাণীসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধীনে পরিচালিত হবে।
বিভাগটির পোষ্ট গ্রাজুয়েশন ল্যাবরেটরি হবে এটি।
উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। তিনি সেটি পরিদর্শন করেছেন।
পোষ্ট গ্রাজুয়েশন ল্যাবরেটরিটি আছে এই অনুষদ ভবনের চার তলায়।
গবেষণাগারটি নিয়ে বলতে গিয়ে প্রাণীসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের চোয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন বলেছেন, ‘আমাদের এই গবেষণাগারটি উচ্চতর গবেষণাগার। এর জন্য মিট পিএইচ মিটার, থার্মোরেকর্ডারসহ নতুন সব যন্ত্র আনা হয়েছে। এগুলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নব গবেষণার দ্বার উন্মুক্ত করবে। মাংসের গুণগত মান নির্ণয়, খাদ্য উপাদানের মান নির্নয় ইত্যাদি গবেষণা এখানে করা সম্ভব হবে।’
ওএস/২৫-১-২০২২।