অ্যাডভান্স ক্রপ সায়েন্স ল্যাবরেটরি চালু হলো
ইফতেখার আহমেদ ফাগুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব ও হাওর কৃষি বিভাগে ‘অ্যাডভান্স ক্রপ সায়েন্স ল্যাবরেটরি’র উদ্বোধন করা হয়েছে।
উন্নতমানের ফসল নিয়ে গবেষণা করার হাতে-কলমের বৈজ্ঞানিক শিক্ষায়তন হবে এটি। তাতে কেবল সিলেট নয়, সারা বাংলাদেশের ফসলের মান উন্নত হবে।
এই গবেষণাগারটি কৃষি তত্ব ও হাওড় কৃষি বিভাগের উদ্যোগে চালু করা হয়েছে। হাওড়াঞ্চলের ফসলাদি উৎপাদন ও মান উন্নয়নে এই গবেষণাগার ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদ ভবনের এই গবেষণাগারের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো: মতিয়ার রহমান হাওলাদার।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে সম্প্রতি উদ্বোধন করা এই গবেষণাগারটি উপাচার্য ঘুরে দেখেছেন।
তার সঙ্গে তখন ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আসাদ-উদ-দৌলা, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু, কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহ আলমগীর, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল-মামুন, কৃষিতত্ব ও হাওর কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, অধ্যাপক ড. মোজাম্মেল হকসহ কৃষি অনুষদের অন্যান্য বিভাগের শিক্ষকরা।
ওএস/২৪-১-২০২২।