ফিজিওলজির উচ্চতর গবেষণাগার ও এনিমেল শেড উদ্বোধন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস ইনিস্টিটিউট’র ফিজিওলজি বিভাগে ‘পোস্ট গ্রাজুয়েট ল্যাবরেটরি’ চালু হয়েছে।
এটি বিশ্ববিদ্যালয়টির নতুন এক গবেষণাগার।
একই অনুষদের অধীনে গবেষণার জন্য একটি আধুনিক এনিমেল শেড বা পশু ছাউনির উদ্বোধন হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো: মতিয়ার রহমান হাওলাদার এই গবেষণাগার দুটির উদ্বোধন করেছেন।
ফিজিওলজি পোস্ট গ্রাজুয়েট ল্যাবরেটরি ঘুরে তিনি বিভিন্ন যন্ত্র ও সংগ্রহশালা ঘুরে দেখেছেন। শিক্ষা ও গবেষণার আধুনিকায়নের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের এই উচ্চতর শিক্ষা গবেষণাগারে হেমাটোলজিক্যাল অটো অ্যানালাইজার, মাইক্রো-সেন্ট্রিফিউজ মেশিন, ফটোমাইক্রোস্কোপসহ উন্নত করিগরি গবেষণা করা যাবে এমন ১৯টি নতুন যন্ত্র সংযোজন করা হয়েছে।
ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান ড. মীর মো. ইকবাল হাসান; ভেটেরিনারি, এনিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ১৪টি বিভাগের চেয়ারম্যানরা, নানা পদবীর অধ্যাপক ও গবেষকরা তখন উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন।
তিনি ও অন্যরা এরপর এনিমেল শেড ঘুরে দেখেছেন।
ওএস/২৪-১-২০২২।