শাবিতে প্রতিবাদী মশাল মিছিল
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের ৭ম দিন ও আমরণ অনশনের ১০২ ঘণ্টা শেষে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কিলোমিটার সড়ক, গোলচত্বর, চেতনা একাত্তর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের একটি কুশপুত্তলিকা দাহ করেন।
বিশ্ববিদ্যালয়ের কিলোমিটার সড়ক, গোলচত্বর, চেতনা একাত্তর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি মুক্তমঞ্চে এসে শেষ হয়।
গত ১৩ জানুয়ারি শুরু হওয়া বেগম সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার পদত্যাগ দাবির আন্দোলন ১৬ জানুয়ারি উপাচার্যকে অবরুদ্ধ করা এবং তারপর শিক্ষার্থীদের উপর পুলিশি অ্যাকশনের পর উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে রূপ নেয়। পরবর্তীতে গত ১৯ জানুয়ারি শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন।