ভর্তি পরীক্ষার্থীদের জন্য জবি ছাত্রলীগের ‘জয় বাংলা’ বাইক সার্ভিস
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ব্যবসা শিক্ষা ইউনিটের ‘সি’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৭ মে)। এদিন পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণসহ সঙ্গে আসা অভিভাবকদের সার্বিক সহযোগিতা করছে শাখা ছাত্রলীগ।
এ ছাড়া, শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে ফ্রি ‘জয় বাংলা’ বাইক সার্ভিসসহ প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আক্তার হোসাইন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে সব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সে নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ রাখা, ইলেকট্রনিকস ডিভাইস নিরাপদে রাখার ব্যবস্থা করেছে।
এ ছাড়া সব জেলা ছাত্রকল্যাণ কমিটিকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারাও যেন সার্বিক সহযোগিতা করে পরীক্ষার্থীদের, যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কেউ যদি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে চলে আসে তাহলে তাকে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে আমরা জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছি। সঙ্গে ঠান্ডা পানির ব্যবস্থা, অভিভাবকদের সার্বিক সহযোগিতা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সদা প্রস্তুত।
এমএমএ/