গুচ্ছ ভর্তি পরীক্ষায় বশেমুরবিপ্রবিতে বসবে ৪ হাজার ১০৪ শিক্ষার্থী
আগামীকাল শনিবার থেকে তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। ২০২২-২০২৩ সেশনে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ‘বি’, ‘সি’ ও ‘এ’ তিনটি ইউনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বসবে ৪ হাজার ১০৪ শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মো. মাহবুবুল আলম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এতে অনুষ্ঠিতব্য পরীক্ষার সকল প্রস্তুতির কথা উল্লেখ করে ইউনিট ভিত্তিক পরীক্ষার্থীদের সংখ্যা জানানো হয়।
এবার এই কেন্দ্রে আগামী ২০ মে দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ২১৩৬ জন পরীক্ষার্থী। এ ছাড়াও আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৩৫৯ জন এবং ৩ জুন ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার ১৬০৯ জন পরীক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান জানান, ২০২২-২০২৩ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য মেডিকেল টিম কাজ করবে এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রদান করা হবে। এ ছাড়াও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটরসাইকেলসহ সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বহিরাগত কেউ মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোনো প্রকার অস্থায়ী ভাসমান দোকান অভ্যন্তরে স্থাপন করা যাবে না।
এসআইএইচ