চাকরি স্থায়ীকরণের দাবিতে বশেমুরবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ
চাকরি স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য ড. একিউএম মাহবুবকে অবরুদ্ধ করেন চুক্তিভিত্তিক কর্মচারীরা।
বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য দপ্তরের সামনের প্রধান ফটকে তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করেন চুক্তিভিত্তিক কর্মচারীরা। এসময় উপাচার্যের সঙ্গে ট্রেজারার ড. মোবারক হোসেন এবং রেজিস্ট্রার মো. দলিলুর রহমানও অবরুদ্ধ হন।
চুক্তিভিত্তিক কর্মচারীরা এসময় দাবি করেন, তাদের চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে।
এ ব্যাপারে আন্দোলনকারী অমিত মন্ডল বলেন, গত ৭-৮ বছর আমরা ১৩৪ জন চুক্তিভিত্তিক চাকরি করে আসছি। বিগত উপাচার্য ও বর্তমান উপাচার্য আমাদের বারবার আশ্বাস দিয়েও কোনো কাজ করেনি।
এসময় তিনি আরও বলেন, গতকাল একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই একাডেমিক কাউন্সিলে আমাদের বিষয়ে কেন আলোচনা হয়নি। তাই আমরা আজ বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের দপ্তরে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।
এদিকে আন্দোলন চলাকালীন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের আন্দোলন বানচাল করতে উপাচার্য দপ্তরের গেট ভাঙচুর করেছে চুক্তিভিত্তিক স্থায়ী কর্মচারীরা। এসময় হাতাহাতির ঘটনাও ঘটে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দলিলুর রহমান বলেন, ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত মিটিং চলছিল। হঠাৎ বাইরে অনেক শব্দ শুনতে পাই। এরপর দেখি এই অবস্থা।
উপাচার্য দপ্তরের গেট ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গেট ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসজি