জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ যুবককে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে ভুক্তভোগীর করা অভিযোগ মামলা হিসেবে নিয়ে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুরে প্রিজনভ্যানে করে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- মো. রাকিব হোসেন ও মেজবাহ উদ্দিন। রাকিব রাজধানীর মিরপুরে এবং মেজবাহ বারিধারা এলাকায় থাকেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক সোহেল রানা খন্দকার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে শিক্ষার্থীরা ধর্ষণচেষ্টার ঘটনাটি পুলিশকে জানায়। পরে আমরা গিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে আসি।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীর মাধ্যমে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় হয়। গতকাল রবিবার রাতে ওই দুজন বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্রীর ভাড়া বাসায় ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে মেজবাহ উদ্দিনের সহায়তায় রাকিব হোসেন ওই ছাত্রীর কক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। ওই ছাত্রী জেগে উঠে তাৎক্ষণিক মুঠোফোনে সহপাঠীদের বিষয়টি জানান। তারা ক্যাম্পাস থেকে ওই বাসায় গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুই যুবককে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা, প্রক্টর ও ৯৯৯-এ কল করে থানায় খবর দেন। পরে রাত আড়াইটার দিকে সেখানে উপস্থিত হন সহকারী প্রক্টর মহিবুর রৌফ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এসেছিলাম। ঘটনাটি যেহেতু ক্যাম্পাসের মধ্যে ঘটেনি, তাই আমরা আশুলিয়া থানার পুলিশের কাছে অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তর করেছি।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভুক্তভোগীর দেওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এসজি