ধূপখোলায় গ্যাস লাইন বিস্ফোরণে আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে তিতাসের গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওন মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।
শনিবার (৬ মে) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টর জানান, ‘ধূপখোলা বাজারে গ্যাসের লাইন বিস্ফোরণের ঘটনায় আহত আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান শাওন আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার তার মৃত্যুতে শোকাহত।’
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা এস আই নাজমুল ইসলাম বলেন, ‘পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আগুনে পুড়ে যাওয়ার একটি মামলা হয়েছে।’
এদিকে শাওনের মৃত্যুতে তার পরিবার ও বন্ধুবান্ধবের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এর আগে, গত ১ মে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধুপখোলা বাজারে রাস্তার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন আহত হয়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
শাওনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
আরএ/