ইবির কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক মাহফুজুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মাহফুজুর রহমান। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। সোমবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. হারুন-উর-রশিদ-আসকারী ওই দায়িত্বে ছিলেন। তাঁর মেয়াদ শেষ হলে অধ্যাপক ড. মাহফুজুর রহমান ওই পদে স্থলাভিষিক্ত হন।
এদিকে ডিন হিসেবে দায়িত্ব পাওয়ার পর রবিবার (৩০ এপ্রিল) যোগদান করেছেন বলে নিশ্চিত করেন অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
তিনি বলেন, গত মাসে আমি এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছিলাম। রবিবার আমি এই পদে যোগদান করি। সকলের সহযোগিতা একান্ত কাম্য।
এর আগে অধ্যাপক ড. মাহফুজুর রহমান আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ হতে ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমএ (থিসিস গ্রুপ), ১৯৮৩ সালে সৌদি আরব হতে প্রথম শ্রেণিতে লিসান্স ডিগ্রি, ১৯৭৮ সালে পটিয়া মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস এবং ১৯৭৮ সালে ফিকহ শাস্ত্রে তাখাসসুস ডিগ্রি লাভ করেন।
এ ছাড়াও তিনি ২০০১ সালে 'সাহিত্য শিল্পকলা প্রেক্ষিত ইসলাম' শিরোনামে অত্র বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি থিসিসটি আরবি ভাষায় মালয়েশিয়া থেকে প্রকাশিত হয়।
এসআইএইচ