নাসায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের ‘মহাকাশ’
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা ‘নাসা’র ‘গ্লোবাল নমিনি’ প্রতিযোগিতায় জিতেছেন আমাদের দেশের ছয় ছাত্র, ছাত্রী।
তাদের সম্মিলিত দলটির নাম ‘মহাকাশ’।
দলটিতে আছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)’র চারজন শিক্ষাথী।
বাকি দুইজন নাটোরের কাদিরাবাদের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’র ছাত্র,ছাত্রী ।
দলে আছেন বাউয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দুই ছাত্র, ছাত্রী-মো. মোমেনুল হক ও বর্নিতা বশাক তৃষা।
দলের বাকি চারজন হলেন কুয়েটের শিক্ষার্থী সুমিত, সামির ইমতিয়াজ, আলভি রনক ও শিশির কায়রী’।
বাউয়েট-কুয়েটের দল ‘মহাকাশ’ ১শ ৬২টি দেশের ২ হাজার ৮শ ১৪টি দলকে হারিয়েছে।
তাদের মাধ্যমে ‘নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১’-এ ‘নাসা বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে বাংলাদেশ।
এই দলটি প্রথম শুরু করেছিল কুয়েট থেকে। তাদের দল ‘মহাকাশ’-এ পরে যোগ দিয়েছেন বাউয়েটের মোমিনুল হক ও বর্ণিতা বসাক তৃষা।
বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
লেখক : আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) ও জনসংযোগ অফিসার।
মোবাইল : ০১৭০৮৫০৩৫১০।
ই-মেইল : ashrafbauet@gmail.com, prdbauet@gmail.com