সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবি জাবি ছাত্র ইউনিয়নের
২৪ ঘণ্টার ভেতর পুলিশি হেফাজতে থাকা সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি এবং এই অপহরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। বুধবার (২৯ মার্চ) দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব ও সাধারণ সম্পাদক অমর্ত্য রায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, এই ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় দমন-নীপিড়নের চূড়ান্ত রূপ উঠে এসেছে আমাদের সামনে। মানুষকে বাকরুদ্ধকরণের পাঁয়তারা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সমাজের তৃতীয় শ্রেণীর খেটে খাওয়া মানুষও তার ভাত, মাছ, মাংসের দাবি তুলে ধরতে পারে না।
দেশব্যাপী চলমান নীরব এই দুর্ভিক্ষের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছানোর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শামসুজ্জামান এহেন রাষ্ট্রীয় হেনস্থার শিকার হয়েছেন। তারা আরও বলেন, মানুষের বাকস্বাধীনতা, লেখার স্বাধীনতা কেড়ে নিয়ে ফ্যাসিবাদী সরকার জনগণের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করছে। সাংবাদিক শামসুজ্জামানকে অপহরণের ঘটনা রাষ্ট্রীয় ফ্যাসিবাদেরই উলঙ্গ বহিঃপ্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, শামসুজ্জামানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগানের বাসা হতে কক্ষ তল্লাশি সাপেক্ষে তাকে অপহরণ করে এবং তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টতা ও প্রত্যক্ষ সহযোগীতায় এই পুলিশি অপহরণের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট আশুলিয়া থানা কর্তৃপক্ষ উক্ত অবৈধ অপহরণের ঘটনা অস্বীকার করায় ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ সাংবাদিক শামসুজ্জামানের প্রাণঘাতের আশংকা প্রকাশ করছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ প্রথম আলোতে প্রকাশিত এক সংবাদের জেরে আজ বুধবার ভোর চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে তাঁকে সিআইডি পরিচয়ে ১৬ জন ব্যক্তি গাড়িতে তুলে নিয়ে যায়।
এএজেড