বেরোবিতে চতুর্থ শাস্ত্রীয় সংগীত উৎসব বুধবার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শাস্ত্রীয় সংগীত উৎসব। আগামী বুধবার (১৫/০৩/২০২৩) স্বাধীনতা স্মারক মাঠে এই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'সংস্কৃতি বিকাশ কেন্দ্র'।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।
জানা গেছে, বুধবার সন্ধ্যা হতে শুরু হয়ে রাতভর অনুষ্ঠিতব্য এই আয়োজনে কমপক্ষে ১৫ থেকে ২০ জন দেশবরেণ্য শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও সংগীতজ্ঞ সুর-তাল-নৃত্যের মূর্ছনা ছড়ানোর মাধ্যমে দর্শক মোহিত করবেন।
আয়োজকরা জানিয়েছেন, ২০১৭ সাল থেকে ঢাকার বাইরে এত বড় ক্লাসিক্যাল সংগীতের আয়োজন মাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েই করা হচ্ছে। তিনটি আসর আয়োজন করার পর কোভিড-১৯ মহামারির কারনে গত দুই বছর অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয় নি। গত তিন আসরে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত ক্ল্যাসিক্যাল যন্ত্র শিল্পীরা এতে অংশ নিয়েছিলেন।
এবারের আসরে দেশবরেণ্য যে সকল শিল্পী অংশ নিচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন - কণ্ঠ সংগীতে ড. অসিত রায়, আলমগীর পারভেজ, সুপ্রিয়া দাশ, সেতারে এবাদুল হক সৈকত, আহসান হাবিব হারামাইন, চম্পক কুমার, বেহালায় মাহমুদুল হাসান, নৃত্যে ওয়ার্দা রিহাব, বাবরুল আলম চৌধুরী, মনুসংহিতা দেবশর্মা, নওশীন নওয়াল চৌধুরী, তন্বী সরকার, বাঁশিতে রনধীর দাস, তবলায় প্রশান্ত ভৌমিক, প্রশান্ত কুমার দাস ও অমিত চৌধুরী দীপ্ত। এছাড়াও সমবেত যন্ত্র সংগীত পরিবেশনায় থাকবে শুদ্ধ সংগীত পরিষদ।
বেরোবিতে শাস্ত্রীয় সংগীত উৎসব আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার বলেন, আয়োজক সংগঠন সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আহ্বায়ক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: আতিউর রহমান বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও শাস্ত্রীয় সঙ্গীত উৎসব আয়োজনের সব প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি আমাদের শিক্ষার্থীরাসহ সকল দর্শক এই আয়োজনে মুগ্ধ হবে।
উল্লেখ্য, সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চা করার লক্ষে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সংস্কৃতিমনা শিক্ষক-কর্মকর্তার উদ্যোগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র নামের সংগঠনটির যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার বছর থেকেই সংগঠনটি প্রতিবার ঢাকার বাইরে এত বড় ক্লাসিক্যাল শো-এর আয়োজন করে যাচ্ছে।
এএজেড