চবির ২ আবাসিক হলের ক্যান্টিনে ছাত্রলীগের তালা
অস্বাস্থ্যকর, পচা, বাসি খাবার পরিবেশন ও খাবারে তেলাপোকা পাওয়ার কারণে আলাওল ও এএফ রহমান হলের ক্যান্টিনে তালা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশ।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ছাত্রলীগ নেতা-কর্মীদের অভিযোগ, ক্যান্টিন মালিক দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পচা,বাসি, ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন করে আসছে। তাকে আমরা অনেকবার সতর্ক করেছি কিন্তু তিনি পরিবর্তন হননি। আজ এক শিক্ষার্থী সকালের নাস্তা খাওয়ার সময় ডালে তেলাপোকা পান। তাই আমরা বাধ্য হয়ে ক্যান্টিনে তালা দিয়েছি।
এ ব্যাপারে ছাত্রলীগের সহসভাপতি ও এএফ রহমান হলের শিক্ষার্থী মো. এনামুল হক বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। আমরা হল ডাইনিং, ক্যান্টিন সবকিছুতেই মনিটরিং করতেছি এবং ছাত্রদের পাশে আছি। ডাইনিং ও ক্যান্টিনের যদি এরকম খারাপ অবস্থা থাকে তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সর্বোচ্চ পদক্ষেপ নেব।
ক্যান্টিন মালিক হেলাল উদ্দিন বলেন, বাজারে সব পণ্যের দাম বেশি তাই ক্যান্টিন চালাতে হিমশিম খাচ্ছি। এজন্য সবকিছু সঠিক মতো ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারছি না।
খবারে তেলাপোকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, অসাবধানতাবশত পড়ে গেছে। ভবিষ্যতে এমনটি হবে না। হল কর্তৃপক্ষ যে দিক নির্দেশনা দিয়েছে সেভাবেই ক্যান্টিন পরিচালনা করব।
বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট এসএম মোয়াজ্জেম হোসেন বলেন, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খবার পরিবেশন ও খাবারে তেলাপোকা পাওয়ায় ছাত্ররা তালা দিয়েছিল। আমরা এফ রহমান, আলাওল হলের কর্তৃপক্ষ ও ছাত্ররা একসঙ্গে বসে আলোচনা করে তালা খুলে দিয়েছি এবং ক্যান্টিন মালিককে দিক নির্দেশনা দিয়েছি। আর আমরা ক্যান্টিন মালিক হেলাল সাহেবকে একটি আলটিমেটাম দিয়েছি। পরবর্তীতে এরকম হলে আমরা তার অ্যালোটমেন্ট বাতিল করতে বাধ্য হব।
পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা হল কর্তৃপক্ষের আশ্বাসে ১০টা ৫০ মিনিটে ক্যান্টিনের তালা খুলে দেন।
আরএ/