অবশেষে বশেমুরবিপ্রবিতে ক্যাফেটেরিয়া চালু
অবশেষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চালু হয়েছে ক্যাফেটেরিয়া। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াটির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির নেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর দিকে ভবনটি বানানো হলেও প্রায় একযুগ ধরে ছিল না ক্যাফেটেরিয়ার কোনো কার্যক্রম। এর আগে দীর্ঘদিন ভবনটি ছাত্রীদের অস্থায়ী হল হিসেবে ব্যবহৃত হলেও পরে ছাত্রী হল নির্মাণকাজ শেষ হলে তাদের স্থানান্তর করা হয়। এরপর দীর্ঘ সময় বন্ধ হয়ে পড়ে থাকে ভবনটি। নির্জন এলাকা থাকায় প্রায়ই মাদকসেবীরা জায়গাটিতে মাদকসেবনের আখড়া করে রেখেছিল।
পরে ঢাকাপ্রকাশ-এ গত বছরের ২৬ জুলাই ‘বন্ধ ক্যাফেটেরিয়া ভবনে মাদকসেবীদের আখড়া!’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের পক্ষ থেকে একাধিক গণমাধ্যমে তা প্রকাশিত হয়। এর জেরে তৎকালীন প্রক্টর ড. রাজিউর রহমান ভবনে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বিষয়টি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের নজরে এলে তিনি দ্রুত ক্যাফেটেরিয়া চালুর ঘোষণা দেন।
ক্যাফেরিয়ার চালু হওয়ায় অভিব্যক্তি প্রকাশ করে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন পর ক্যাফেটেরিয়া চালু হওয়ায় আমরা খুবই উচ্ছ্বাসিত। আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে বেশি দামে খাবার খেতে হতো। কিন্তু এখন থেকে ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়া যাবে। তবে খাবারের দাম ও মান সহনীয় থাকবে বলে আমরা আশাবাদী।
এ বিষয়ে ক্যাফেটেরিয়া পরিচালক ড. মো. বশির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিষয় ভেবে আমাদের এই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে আশা করি শিক্ষার্থীদের যতটা সম্ভব স্বল্প মূল্যে খাবার সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করব। এ বিষয়ে আমরা সবার সহায়তা কামনা করি।
এসজি