৭ থেকে ১১ নভেম্বরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি
কুষ্টিয়ার-‘ইসলামী বিশ্ববিদ্যালয়’র ২০২১-’২২ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের প্রথম মেধাতালিকাটি প্রকাশিত হয়েছে।
‘এ’ ইউনিটে ৯শ ৪৯, ‘বি’ ইউনিটে ৬শ ৮ জন ও ‘সি’ ইউনিটে ৪শ ৩৩ জন টিকেছেন।
‘এ’ ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলসহ সর্বোচ্চ নম্বর ‘৮২.৬৯’, ‘বি’ ইউনিটে ‘৮০.১৩’ ও ‘সি’ ইউনিটে ‘৮২.৫৯’ নম্বর।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া তথ্যগুলো প্রদান করেছেন।
অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া আরো বলেছেন, ‘মেধা তালিকায় স্থান লাভ করা প্রথম বর্ষের সব মেধাবী, ছাত্র, ছাত্রীদের আবেদন সম্পন্ন করতে হবে ৭ থেকে ১১ নভেম্বরের মধ্যে। তাদের বিভাগের মাধ্যমে কাজ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল নম্বরপত্র সঙ্গে নিয়ে আসতে হবে ও জমা প্রদান করতে হবে। সরকারী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি প্রদান করতে হবে। তারা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে যোগাযোগ করতে পারে। রেজিস্টার কার্যালয়ের মোবাইল নম্বর হলো ০১৭১৭৪৯০৪, ইনফরমেশন অফিসার-শাহেদ হাসান, ০১৭১৫৩৫১২২৬, ০১৮১৩৮১৯১৩৩। মেধাক্রমের ভিত্তিতে তারা আসন খালি থাকা সাপেক্ষে বিভাগীয় ভর্তি সম্পন্ন করবে।’
আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লেখা একটি A4 সাইজের খামে জমা দিতে হবে।
আগামী ৭ নভেম্বর দুপুর ১২ টা হতে ১১ নভেম্বর তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান করে ওয়েবসাইট মাধ্যমেও ভর্তি সম্পন্ন করা যাবে।
অনলাইনে ভর্তি হতে পারবেন : https://www.iu.ac.bd/admission.
‘এরপর দ্বিতীয় মেধাতালিকাটিও প্রকাশ করা হবে’, জানিয়েছেন ড. আহসান-উল-আম্বিয়া।
লেখা ও ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ওএফএস।