বাউয়েট কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ‘শিক্ষক-কর্মকর্তা-স্টাফ টিম’
১ নভেম্বর, নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’র কেন্দ্রীয় খেলার মাঠে ‘বাউয়েট কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২’র ফাইনালটি হয়েছে।
বিকেলের শেষ খেলায় ‘শিক্ষক-কর্মকর্তা-স্টাফ টিম’ ট্রাইবেকারে ফাইনালিস্ট ছাত্রদের ‘ব্যবসায় প্রশাসন বিভাগ’কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে।
উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল খেলা দেখে চ্যাম্পিয়ন ও রানারআপসহ পুরস্কারগুলো প্রদান করেছেন।
২৫ সেপ্টেম্বর ‘বাউয়েট কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২’র শুরু হয়েছিল।
লড়েছে মোট সাতটি বিভাগীয় টিম এবং শিক্ষক-কর্মকর্তা-স্টাফদের একটি দল।
স্পোটর্স ক্লাবের আয়োজনে প্রতিযোগিতাটি আয়োজন করেছে বাউয়েট।
প্রতিযোগিতার শুরুতে স্পোর্টস ক্লাবের সভাপতি ও পদার্থবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেছেন।
ফাইনালে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল সবাইকে বলেছেন, ‘পড়ালেখার পাশাপাশি আপনাদের সবাইকে নিয়মিত খেলাধুলা করতে হবে। সেমিস্টারের শেষ খেলা হলেও আজকের ফাইনলাম খুব সুশৃংখল এবং উপভোগ্য হয়েছে। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’
ফাইনালে আরো উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, সব বিভাগীয় প্রধান, ডেপুটি রেজিস্ট্রার, বিভাগীয় শিক্ষকমন্ডলী, বিপুল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।
‘বাউয়েট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’-এ ‘প্লেয়ার অব দি ম্যাচ’ ও সেরা গোলরক্ষক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শেখ তৌফিকুল ইসলাম।
‘প্লেয়ার অব দি টুর্নামেন্ট’ হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর তুহিন।
ওএফএস।