জন্মদিন, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাসের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহু পুরোনো ও বিখ্যাত ইতিহাস বিভাগ ‘নবীন ২০২০-’২১ শিক্ষাবর্ষ আয়োজন করেছে।
একই দিনে ২০১৬-’১৭ সেশনের বিদায়ীদের বিদায় সংবধনা প্রদান করা হয়েছে।
বিভাগীয় প্রতিষ্ঠাবাষিকী পালন করেছেন কেক কেটে ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে।
গতকাল ১ নভেম্বর সোমবার সকাল ১১টায় দিবসের আলোচনা অনুষ্ঠান করেছেন কলা ও মানববিদ্যা অনুষদ মিলনায়তনে। বিভাগের কীর্তি ও অর্জনগুলো তুলে ধরেছেন তারা।
এছাড়াও তাদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন প্রক্টর ড.রবিউল হাসান ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের সভাপতি, বিভাগীয় খ্যাতনামা অধ্যাপক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদ ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মাসুম।
নবীনবরণ ও বিদায়ী আয়োজনে সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল হক বলেছেন, ‘আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিরাট ও বিপুল ভান্ডারে যেকোনো ইতিহাস সচেতন ছাত্র, ছাত্রীর আত্মগঠনেরও সব উপাদান এবং উপকরণ বিদ্যমান। আমাদের সহযোগিতায় তোমরা যারা এবার ভর্তি হলে, সুবিধাদি কাজে লাগিয়ে নিজেদের সত্যিকারের ইতিহাসবিদ হিসেবে গড়ে তুলবে। আর বিদায়ী ছাত্র, ছাত্রীরা আগামীদিনের ইতিহাসবিদ হয়ে বেরিয়ে গেলে।’
ইতিহাস বিভাগের নামকরা অধ্যাপক ড. আবু মোহাম্মদ সুজাউদ্দিন, ড. মোহাম্মেদ আলী চৌধুরী, ড. আনোয়ারুল ইসলাম, ড. বকুলচন্দ্র চাকমা, ড. নুরুল ইসলাম, ড. মোহাম্মদ জাহিদুর রহমান, অধ্যাপক ড. শামীমা হায়দার, ইতিহাস বিভাগ সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম কমিটির আহবায়ক অধ্যাপক ড. জামালুল আকবর চৌধুরী, সহকারী অধ্যাপক ফারহানা আজিজ, রন্টু দাশ, গোলাম কুদ্দুস লাভলু, দেবাশীষ কুমার, কানিজ ফাতিমা, নাজিফা রশিদসহ ইতিহাস বিভাগের ছাত্র, ছাত্রীরা অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন তৃতীয় বর্ষের ছাত্র কাজী সৌরভ আহমেদ ও অনামিকা দাস বৃষ্টি।
নবীরদের মধ্যে আবিদুর রহমান মাহিম বলেছেন, ‘ইতিহাসের অনার্সের নতুন ছাত্র হিসেবে এ ধরনের আয়োজন আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা ধন্যবাদ জানাই প্রিয় ইতিহাসকে এত সুন্দর আয়োজনের জন্য।’
বিভাগের জন্মদিন, নবীনবরণ ও বিদায় আয়োজনে বিভাগের ছাত্র, ছাত্রী এবং শিক্ষকরা সাংস্কৃতিক পরিবেশনা করেছেন।
ব্যান্ড দল হিসেবে গেয়েছে ক্যাম্পাসের ব্যান্ডদল ‘সরলা’।
লেখা ও ছবি : জুনায়েদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ছবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তী ইতিহাসবিদ ও সংগ্রাহক ড. আবদুল করিম ভবন এবং বিভাগীয় শ্রেণীকক্ষ।
ওএফএস।